Purulia News: বাস্তবের সুপার হিরোরা খেলার মাঠে , চলল হাড্ডাহাড্ডি লড়াই!
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Sudip Paul
Last Updated:
Purulia News: বাস্তবের সুপার হিরোরা নামলেন খেলার মাঠে। চলল হাড্ডাহাড্ডি লড়াই। বেলগুমা পুলিশ লাইনের প্যারেড গ্রাউন্ড হয়ে উঠল পুলিশ-প্রশাসনের মিলন উৎসব।
পুরুলিয়া : বাস্তবের সুপার হিরোরা নামলেন খেলার মাঠে। চলল হাড্ডাহাড্ডি লড়াই। বেলগুমা পুলিশ লাইনের প্যারেড গ্রাউন্ড হয়ে উঠল পুলিশ-প্রশাসনের মিলন উৎসব। দুর্গাপুজো-কালীপুজোতে যখন সবাই পরিবারকে নিয়ে আনন্দে মেতে ওঠেন তখনও তারা সকলকে সুরক্ষা দিতে ব্যস্ত থাকেন। কমবেশি সকলেই পুলিশের এই চেনা রূপ দেখেই অভ্যস্ত। কিন্তু এই পুলিশকেই দেখা গেল তীর-ধনুক হাতে আমলাদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে। আর সেখানেই পুলিশের আইজি এসপিকে হারিয়ে তীরন্দাজিতে প্রথম হলেন জেলার এডিএম। প্রতিবছরের ন্যায় এ-বছরও জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল।
পুলিশের বার্ষিক ক্রীড়ায় অতিথি-পুলিশের তীরন্দাজি প্রতিযোগিতায় প্রথম পদক ছিনিয়ে নেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের অতিরিক্ত জেলাশাসক রাজেশ রাঠোর। দ্বিতীয় হন বাঁকুড়া রেঞ্জের আইজি শিসরাম ঝাঝারিয়া। তৃতীয় হন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এইদিন জেলা পুলিশ সুপার জোড়া পদক পান। পুটিং দা বল ইনটু দা হোল প্রতিযোগিতাতেও তিনি তৃতীয় হন। এ বিষয়ে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন,”শুধুমাত্র বিনোদন নয় এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে শরীর চর্চার বিষয়ে পুলিশ কতটা সচেতন তারও মূল্যায়ন হয়। হার জিত তো হতেই পারে। আমলা পুলিশের লড়াইয়ের আমলার জয়কে সাধুবাদ জানান তিনি।”
advertisement
advertisement
এইদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এক প্রকার ছোটবেলার স্মৃতিচারণ করে নেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। তিনি বলেন , পুলিশের এই উদ্যোগ খুবই ভালো একটি উদ্যোগ। সারা বছরের কর্মব্যস্ততা থেকে কিছুটা সময় হলেও অন্যরকম ভাবে কাটানো যায়। ছোটবেলায় কথা মনে পড়ে গিয়েছে তার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
advertisement
এদিন এয়ারগানে প্রথম হন এডিজি অ্যান্ড আইজিপি অশোককুমার প্রসাদ। দ্বিতীয় বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সরেন, তৃতীয় স্থান পান অতিরিক্ত পুলিশ সুপার, অভিযান যোধাবর অবিনাশ ভীমরাও। এছাড়াও এইদিন টাগ অফ ওয়ার বা দড়ি টানাটানিকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এই ক্রীড়া প্রতিযোগিতার আমলা ও পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের এক অন্যরূপেই দেখা গিয়েছিল।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 19, 2024 6:05 PM IST









