Republic Day 2026: প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্যপথে ছৌ নাচ প্রদর্শন! জাতীয় মঞ্চে পুরুলিয়ার ভূমিপুত্রের শ্রীকৃষ্ণ অবতার, গর্বিত জঙ্গলমহল
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Republic Day 2026: এই বছর ৭৭'তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্যপথে নামতে চলেছেন পুরুলিয়ার ভূমিপুত্র শুভদীপ মাহাতো। জাতীয় মঞ্চে তিনি তুলে ধরবেন জঙ্গলমহলের ঐতিহ্যবাহী ছৌ নৃত্য।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: দেশের সর্বোচ্চ জাতীয় উৎসব প্রজাতন্ত্র দিবস। এবছর ৭৭’তম প্রজাতন্ত্র দিবস পালিত হতে চলেছে। সেই উপলক্ষে দিল্লির কর্তব্যপথে নামতে চলেছেন পুরুলিয়ার ভূমিপুত্র শুভদীপ মাহাতো। দিল্লির প্রজাতন্ত্র দিবসে প্যারেডে অংশ নিতে চলেছে বাংলার আট জন এনএসএস ভলান্টিয়ার। তাদের মধ্যে অন্যতম পুরুলিয়া শহরের বাসিন্দা শুভদীপ মাহাতো।
পুরুলিয়া সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি। আগামী ২৬ জানুয়ারি তিনি জাতীয় প্যারেডে অংশ নেবেন। সেখানে জাতীয় মঞ্চে তিনি তুলে ধরবেন জঙ্গলমহলের ঐতিহ্যবাহী ছৌ নৃত্য। ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করে বাংলার লোকসংস্কৃতিকে সারা দেশের সামনে তুলে ধরবেন তিনি। জোরকদমে চলছে তারই প্রস্তুতি।
আরও পড়ুনঃ প্রি-ওয়েডিং হোক কিংবা ভ্রমণে একনম্বর পছন্দ বর্তির বিল! পর্যটকদের নিরাপত্তায় এবার চালু স্থায়ী পুলিশ কিয়স্ক, মিলবে নানা সুবিধা
এ বিষয়ে শুভদীপ মাহাতো বলেন, তিনি যখন ২০২৪ সালে প্রথম ইউনিভার্সিটিতে এসেছিলেন সেই সময় থেকে এনএসএস-এর সঙ্গে যুক্ত হয়েছিলেন। পড়াশোনার পাশাপাশি সমাজ সচেতনতার কাজ করার উদ্দেশ্যেই তার এনএসএস-এর সঙ্গে যুক্ত হওয়া। সেখান থেকে তার দিল্লির কর্তব্য পথে দাঁড়ানোর সুযোগ। সেখানে বাংলা সংস্কৃতিকে তুলে ধরতে চলেছেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাগদেবীর আরাধনায় জেলায় পিতলের তৈরি মণ্ডপ! যা আগে কেউ দেখেনি, টেক্কা দেবে দুর্গাপুজোর বিগ বাজেটের থিমকেও
এ বিষয়ে সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর পবিত্র কুমার চক্রবর্তী বলেন, শুভদীপ তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এখান থেকেই সে দিল্লিতে যাওয়ার সুযোগ পেয়েছে। তার এই সাফল্যে গর্বিত গোটা ইউনিভার্সিটি তথা জেলা। এতে ইউনিভার্সিটি ও জেলার নাম আরও উজ্জ্বল হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রজাতন্ত্রে দিবসের মঞ্চে উপস্থিত থাকেন রাষ্ট্রপতি দেশের প্রধানমন্ত্রী-সহ বহু বিশিষ্ট বর্গরা। সেখানে বাংলার ছৌ নৃত্য উপস্থাপন করবে পুরুলিয়ার শুভদীপ। ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন দিল্লিতে। তাকে নিয়ে গর্বিত গোটা জঙ্গলমহল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Jan 05, 2026 3:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Republic Day 2026: প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্যপথে ছৌ নাচ প্রদর্শন! জাতীয় মঞ্চে পুরুলিয়ার ভূমিপুত্রের শ্রীকৃষ্ণ অবতার, গর্বিত জঙ্গলমহল









