পেনশনই টেনশনে ফেলে দিল অবসরপ্রাপ্ত রেলকর্মীকে! উধাও ২ লক্ষ, পুরো প্ল্যান না জানলে ফাঁদে পড়তে পারেন আপনিও

Last Updated:

মাত্র এক মাস আগেই অবসর নিয়েছিলেন তিনি। আর তার মধ্যেই ফাঁদে পড়ে প্রায় ২ লক্ষ টাকা খোয়ালেন পুরুলিয়া জেলার রেলশহর আদ্রার এক রেল কর্মচারী।

+
পেনশন

পেনশন যাচাইয়ের ফাঁদে সাইবার প্রতারণা

পুরুলিয়া, শান্তনু দাস: মাত্র এক মাস আগেই অবসর নিয়েছিলেন তিনি। আর তার মধ্যেই সাইবার প্রতারণার ফাঁদে পড়ে প্রায় দু’লক্ষ টাকা খোয়ালেন পুরুলিয়া জেলার রেলশহর আদ্রার এক রেল কর্মচারী। আদ্রার সুভাষনগর এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত রেল কর্মচারী রমেশ টুডু প্রতারকদের ফাঁদে পা দিয়ে টাকা হারিয়ে এখন দিশেহারা।
জানা যায়, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি রেল আধিকারিক পরিচয় দিয়ে রমেশবাবুকে ফোন করে জানান যে, তাঁর পেনশন সংক্রান্ত কিছু কাগজপত্র যাচাই করা প্রয়োজন। সেই ছলে কথার ফাঁকে প্রতারক তার ব্যক্তিগত ও ব্যাঙ্ক সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করে নেয়। কিছুক্ষণের মধ্যেই রমেশবাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় দু’লক্ষ টাকা উধাও হয়ে যায়। ঘটনা বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে নিজের অ্যাকাউন্ট ও এটিএম কার্ড বন্ধ করে দেন।
advertisement
advertisement
ঘটনার পরই প্রতারকদের হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেতে পুরুলিয়ার স্থানীয় আদ্রা থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। প্রতারকের ফোন নম্বর-সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য পুলিশের হাতে তুলে দেন।প্রতারণার শিকার হওয়া অবসরপ্রাপ্ত রেল কর্মচারী রমেশ টুডু বলেন, “ফোন করে এক ব্যক্তি নিজেকে রেল আধিকারিক পরিচয় দিয়ে পেনসেন সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য নেয় আমার কাছ থেকে। কিছুক্ষণ পরেই একাউন্ট থেকে প্রায় দু’লক্ষ টাকা কেটে নেওয়ার মেসেজ পায়। তারপরেই প্রতারণার শিকার হয়েছি বুঝতে পেরে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করি। সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্ট ও এটিএম কার্ড সব বন্ধ করে দেওয়া হয়।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ঘটনার সূত্র ধরে প্রতারকের হদিস পেতে তদন্তকারীরা ফোন নম্বর ও ব্যাংক ট্রানজাকশন ট্রেস করার কাজ শুরু করেছে বলে জানা যায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পেনশনই টেনশনে ফেলে দিল অবসরপ্রাপ্ত রেলকর্মীকে! উধাও ২ লক্ষ, পুরো প্ল্যান না জানলে ফাঁদে পড়তে পারেন আপনিও
Next Article
advertisement
Bihar Assembly Elections Update: 'আরও কোণঠাসা নীতীশ, চিরাগেই বাজি ধরল বিজেপি!' বিহার ভোটে এনডিএ জোটে কার ভাগে কত আসন?
'আরও কোণঠাসা নীতীশ, চিরাগেই বাজি ধরল বিজেপি!' বিহার ভোটে এনডিএ জোটে কার ভাগে কত আসন?
  • বিহার নির্বাচনের জন্য এনডিএ-এর আসন রফা চূড়ান্ত৷

  • নীতীশ কুমারের জেডিইউ-কে বাড়তি আসন ছাড়ল না বিজেপি৷

  • গুরুত্ব চিরাগ পাসওয়ানকে৷

VIEW MORE
advertisement
advertisement