Purba Medinipur: এক্কেবারে ফিল্মি কায়দায় বাইক নিয়ে ধাওয়া করে অপহৃত ১১ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ

Last Updated:

বাইক নিয়ে ধাওয়া করে তমলুক থানার নিমতৌড়ি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করল নন্দকুমার থানার ট্রাফিক বিভাগ ও পুলিশবাহিনী

#পূর্ব মেদিনীপুর: অপহৃত হওয়া ১১ মাসের শিশুপুত্রকে এককেবারে ফিল্মি স্টাইলে উদ্ধার করল পুলিশ। বাইক নিয়ে ধাওয়া করে তমলুক থানার নিমতৌড়ি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করল নন্দকুমার থানার ট্রাফিক বিভাগ ও পুলিশবাহিনী। জানা যায়, চণ্ডীপুর থানার কয়ালচক এলাকার বাসিন্দা সাহেদা বিবির ১১ মাসের শিশুপুত্র বাড়িতে খেলা করছিল। সকালবেলা বাচ্চাটির মা যখন বাড়ির কাজে ব্যস্ত ছিলেন, সেই সময় শেখ সেরাজুল (সুবল) নামে স্থানীয় এক যুবক বাচ্চাটিকে বাড়ি থেকে চুরি করে বাইকের সামনে গামছায় বেঁধে নিয়ে চম্পট দেয়।
বাচ্চাকে খুঁজে না পেয়ে চণ্ডীপুর থানার দ্বারস্থ হয় পরিবার। অন্যদিকে সেরাজুল বাচ্চাটির মাকে ফোন করে ২ লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে আসতে বলে নন্দকুমার থানার ১১৬ বি জাতীয় সড়কের শীতলপুর এলাকায়। চণ্ডীপুর থানার থেকে খবর পেয়ে নন্দকুমার থানার পুলিশ তল্লাশি শুরু করে। পুলিশকে দেখে বাইকের সামনে বাচ্চাটিকে গামছায় বেঁধে ১১৬ নম্বর জাতীয় সড়ক ধরে মেচেদার দিকে বাইক নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। নন্দকুমার থানার ট্রাফিক বিভাগের আধিকারিকরা সেরাজুল-এর বাইকের পিছনে বাইক নিয়ে ধাওয়া করে। শেষমেশ তমলুক থানার নিমতৌড়ি এলাকা সংলগ্ন অঞ্চল থেকে নিমতৌড়িতে কর্তব্যরত ট্রাফিক ও সিভিক ভলেন্টিয়ার এবং স্থানীয়দের চেষ্টায় অভিযুক্তকে ধরে ফেলে পুলিশ। ধৃতের থেকে বাচ্চাটি উদ্ধার করে পুলিশ। ধৃতের বাইক বাজেয়াপ্ত করেছে নন্দকুমার থানার পুলিশ। চণ্ডীপুর থানার হাতে তুলে দেওয়া হয় ধৃতকে। ৩ থানার পুলিশের তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যেই নিজের মায়ের কোল ফিরে পায় শিশুটি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Medinipur: এক্কেবারে ফিল্মি কায়দায় বাইক নিয়ে ধাওয়া করে অপহৃত ১১ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement