Purba Medinipur: গভীর রাতে হলদিয়ায় বেসরকারি কারখানার শ্রমিকদের উপর হামলা! মারধরের অভিযোগ

Last Updated:

গভীর রাতে হলদিয়ার দুর্গাচকে বেসরকারি সার কারখানার দুই শ্রমিককে ডেকে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ।

পুলিশ
পুলিশ
হলদিয়া, পূর্ব মেদিনীপুর, সুজিত ভৌমিকঃ রাতের অন্ধকারে বেসরকারি সার কারখানার শ্রমিকদের ওপর হামলা। মারধরের অভিযোগ। ঘটনার জেরে হলদিয়ার দুর্গাচক এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।
সোমবার গভীর রাতে হলদিয়ার দুর্গাচকে ওই বেসরকারি সার কারখানার দুই শ্রমিককে মারধর করার হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাতের অন্ধকারে দুই শ্রমিককে কারখানার বাইরে ডেকে নিয়ে যায় একদল দুষ্কৃতী। এরপর তাঁদের উপর চড়াও হয়ে বেধড়ক পেটানো হয়। গভীর রাতের ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। আক্রান্ত শ্রমিকদের উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।
advertisement
আরও পড়ুনঃ হোটেল ব্যবসায়ীদের দৌরাত্ম্যের দিন শেষ! দিঘার ‘বেস্ট’ ২০০ হোটেলের ভাড়া বাঁধল হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন, জানুন
জানা যাচ্ছে, দুর্গাচকের সার উৎপাদনকারী সংস্থা ইন্দোরমা কারখানার হলদিয়া ডকসাইডে পন্য পরিবহনকারী দুই শ্রমিকের উপর রাতের অন্ধকারে হামলা চালানো হয়েছে। ইন্দোরমা ডকসাইড পন্য পরিবহনের শ্রমিকরা বেশ কিছু দাবি দাওয়া নিয়ে আন্দোলনে নেমেছিল। আর সেই আন্দোলনের মুখ বন্ধ করতে দুষ্কৃতীদের দিয়ে শ্রমিকদের ওপর হামলার এমন ঘটনা ঘটানো হয়েছে বলেই অভিযোগ করছেন কারখানার অন্যান্য শ্রমিকেরা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Medinipur: গভীর রাতে হলদিয়ায় বেসরকারি কারখানার শ্রমিকদের উপর হামলা! মারধরের অভিযোগ
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement