Purba Medinipur: গভীর রাতে হলদিয়ায় বেসরকারি কারখানার শ্রমিকদের উপর হামলা! মারধরের অভিযোগ
- Published by:
- local18
Last Updated:
গভীর রাতে হলদিয়ার দুর্গাচকে বেসরকারি সার কারখানার দুই শ্রমিককে ডেকে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ।
হলদিয়া, পূর্ব মেদিনীপুর, সুজিত ভৌমিকঃ রাতের অন্ধকারে বেসরকারি সার কারখানার শ্রমিকদের ওপর হামলা। মারধরের অভিযোগ। ঘটনার জেরে হলদিয়ার দুর্গাচক এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।
সোমবার গভীর রাতে হলদিয়ার দুর্গাচকে ওই বেসরকারি সার কারখানার দুই শ্রমিককে মারধর করার হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাতের অন্ধকারে দুই শ্রমিককে কারখানার বাইরে ডেকে নিয়ে যায় একদল দুষ্কৃতী। এরপর তাঁদের উপর চড়াও হয়ে বেধড়ক পেটানো হয়। গভীর রাতের ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। আক্রান্ত শ্রমিকদের উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।
advertisement
আরও পড়ুনঃ হোটেল ব্যবসায়ীদের দৌরাত্ম্যের দিন শেষ! দিঘার ‘বেস্ট’ ২০০ হোটেলের ভাড়া বাঁধল হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন, জানুন
জানা যাচ্ছে, দুর্গাচকের সার উৎপাদনকারী সংস্থা ইন্দোরমা কারখানার হলদিয়া ডকসাইডে পন্য পরিবহনকারী দুই শ্রমিকের উপর রাতের অন্ধকারে হামলা চালানো হয়েছে। ইন্দোরমা ডকসাইড পন্য পরিবহনের শ্রমিকরা বেশ কিছু দাবি দাওয়া নিয়ে আন্দোলনে নেমেছিল। আর সেই আন্দোলনের মুখ বন্ধ করতে দুষ্কৃতীদের দিয়ে শ্রমিকদের ওপর হামলার এমন ঘটনা ঘটানো হয়েছে বলেই অভিযোগ করছেন কারখানার অন্যান্য শ্রমিকেরা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 05, 2025 1:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Medinipur: গভীর রাতে হলদিয়ায় বেসরকারি কারখানার শ্রমিকদের উপর হামলা! মারধরের অভিযোগ