Kolaghat Accident: বেপরোয়া গাড়ির ধাক্কা, কোলাঘাটে মৃত সিভিক ভলেন্টিয়ার! মিশুকে স্বভাবের সুদীপের জন্য চোখে জল সহকর্মীদের

Last Updated:

কোলাঘাট থানার পুলিশকর্মীরা জানাচ্ছেন, মিশুকে স্বভাবের জন্য এলাকায় পরিচিত মুখ ছিলেন সুদীপ৷

মৃত সুদীপ চক্রবর্তী৷
মৃত সুদীপ চক্রবর্তী৷
ফের বেপরোয়া গতির বলি হলেন এক সিভিক ভলেন্টিয়ার৷ জাতীয় সড়কের উপরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল সুদীপ চক্রবর্তী (৩৫) নামে ওই সিভিক ভলেন্টিয়ারের ৷
মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার অন্তর্গত হলদিয়া মোড়ে ডিউটি করছিলেন সুদীপ৷ সেই সময় কলকাতার দিক থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ৷ যার জেরে রাস্তার উপরে ছিটকে পড়েন ওই সিভিক ভলেন্টিয়ার৷ দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি৷
সঙ্গে সঙ্গেই কর্তব্যরত অন্যান্য পুলিশকর্মী এবং সিভিক ভলেন্টিয়াররা সুদীপকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ শেষকৃত্যের আগে জেলা পুলিশের পক্ষ থেকে মৃত সিভিক ভলেন্টিয়ারকে গার্ড অফ অনার দেওয়া হয়৷
advertisement
advertisement
কোলাঘাট থানার পুলিশকর্মীরা জানাচ্ছেন, মিশুকে স্বভাবের জন্য এলাকায় পরিচিত মুখ ছিলেন সুদীপ৷ তাঁর এই অকাল মৃত্যুতে পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত চালককেও গ্রেফতার করেছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kolaghat Accident: বেপরোয়া গাড়ির ধাক্কা, কোলাঘাটে মৃত সিভিক ভলেন্টিয়ার! মিশুকে স্বভাবের সুদীপের জন্য চোখে জল সহকর্মীদের
Next Article
advertisement
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা...', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তীব্র কটাক্ষ মমতার
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তোপ মমতার
  • সংসদে 'বন্দে মাতরম' বিতর্কে প্রধানমন্ত্রী মোদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা' বলে সম্বোধন করেন. তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদ জানায়. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে কটাক্ষ করে বলেন, "বঙ্কিমচন্দ্রকে যথাযথ সম্মান দেননি."

VIEW MORE
advertisement
advertisement