Kolaghat Accident: বেপরোয়া গাড়ির ধাক্কা, কোলাঘাটে মৃত সিভিক ভলেন্টিয়ার! মিশুকে স্বভাবের সুদীপের জন্য চোখে জল সহকর্মীদের
- Published by:Debamoy Ghosh
- local18
- Reported by:Sujit Bhowmik
Last Updated:
কোলাঘাট থানার পুলিশকর্মীরা জানাচ্ছেন, মিশুকে স্বভাবের জন্য এলাকায় পরিচিত মুখ ছিলেন সুদীপ৷
ফের বেপরোয়া গতির বলি হলেন এক সিভিক ভলেন্টিয়ার৷ জাতীয় সড়কের উপরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল সুদীপ চক্রবর্তী (৩৫) নামে ওই সিভিক ভলেন্টিয়ারের ৷
মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার অন্তর্গত হলদিয়া মোড়ে ডিউটি করছিলেন সুদীপ৷ সেই সময় কলকাতার দিক থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ৷ যার জেরে রাস্তার উপরে ছিটকে পড়েন ওই সিভিক ভলেন্টিয়ার৷ দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি৷
সঙ্গে সঙ্গেই কর্তব্যরত অন্যান্য পুলিশকর্মী এবং সিভিক ভলেন্টিয়াররা সুদীপকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ শেষকৃত্যের আগে জেলা পুলিশের পক্ষ থেকে মৃত সিভিক ভলেন্টিয়ারকে গার্ড অফ অনার দেওয়া হয়৷
advertisement
advertisement
কোলাঘাট থানার পুলিশকর্মীরা জানাচ্ছেন, মিশুকে স্বভাবের জন্য এলাকায় পরিচিত মুখ ছিলেন সুদীপ৷ তাঁর এই অকাল মৃত্যুতে পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত চালককেও গ্রেফতার করেছে পুলিশ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 10, 2025 12:05 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kolaghat Accident: বেপরোয়া গাড়ির ধাক্কা, কোলাঘাটে মৃত সিভিক ভলেন্টিয়ার! মিশুকে স্বভাবের সুদীপের জন্য চোখে জল সহকর্মীদের









