Purba Bardhaman: দুয়ারে সরকার ক্যাম্পে মানুষের ঢল বাড়াতে আদিবাসী নৃত্যের আসর

Last Updated:

Purba Bardhaman: এরুয়ার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেও হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar) । আর এই ক্যাম্পে অনুষ্ঠিত হচ্ছে আদিবাসী নৃত্য (Tribal Dance) ।

Duare sarkar camp
Duare sarkar camp
#পূর্ব বর্ধমান:  সরকারের নির্দেশ মতো তৃতীয় পর্যায়ে দুয়ারের সরকার ক্যাম্প চলছে সারা রাজ্য জুড়ে। সেই মতো পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলাতেও চলছে ক্যাম্প । এরুয়ার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেও হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar) । আর এই ক্যাম্পে অনুষ্ঠিত হচ্ছে আদিবাসী নৃত্য (Tribal Dance) ।
এদিন দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar)  উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মান গোবিন্দ অধিকারী, ভাতার ব্লক আধিকারিক অরুণ কুমার বিশ্বাস , থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সৈকত মণ্ডল গ্রাম পঞ্চায়েতের প্রধা ন উপপ্রধান সহ অন্যান্য সদস্যরা । এদিন বিধায়ক মান গোবিন্দ অধিকারীকে দেখা যায় আদিবাসীদের সঙ্গে তালে তাল মেলাতে । এই আদিবাসী  নৃত্য (Tribal Dance) দৃষ্টি আকর্ষণ করেছে সকলের । এর ফলে ক্যাম্পে  (Duare Sarkar) ভিড় হয় এদিন দ্বিগুণ। এদিনে এই ক্যাম্পে সরকারি প্রকল্পের পাশাপাশি স্বাস্থ্য শিবিরের ও আয়োজন করা হয়। সেখানে ভ্যাকসিন প্রদানও চলে । দিন বহু মানুষ আসেন ভ্যাকসিন নিতে ।
advertisement
এ বিষয়ে ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী বলেন, মানুষের ভালই সাড়া পাওয়া যাচ্ছে ক্যাম্পে । সরকারি সমস্ত প্রকল্প গুলির উপর জোর দিচ্ছে এলাকার মানুষ। নতুন সংযোজন হয়েছে স্বাস্থ্য শিবির । স্বাস্থ্য শিবিরেও বহু মানুষের ভিড় আছে । একদিকে মানুষ পরিষেবা নিতে এসেছেন অন্যদিকে আদিবাসী নৃত্যও (Tribal Dance) দেখছেন সকলে । স্বাভাবিকভাবে ভিড় হয়েছে ক্যাম্পে ।
advertisement
advertisement
অন্যদিকে  গ্রাম পঞ্চায়েতের সদস্য ঝুলন অধিকারী জানান , ‘‘দুয়ারে সরকার ক্যাম্পে (Duare Sarkar Camp) এ বছর নতুন সংযোজন স্বাস্থ্য বিভাগ সেখানে মানুষের ব্যাপক সাড়া রয়েছে ।’’
Malobika Biswas
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman: দুয়ারে সরকার ক্যাম্পে মানুষের ঢল বাড়াতে আদিবাসী নৃত্যের আসর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement