জামালপুরে নৌকাডুবি, মিলল দ্বিতীয় যুবকের দেহ, এলাকায় শোকের ছায়া

Last Updated:

সৈকত হায়দরাবাদে প্যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছিল। অন্যদিকে সৌগত উচ্চ মাধ্যমিক পাশ করে কাজের খোঁজ করছিল বলে জানা গেছে।

Dead body recovered
Dead body recovered
#বর্ধমান: দুদিনের তল্লাশির অবসান। সোমবার ভোরে উদ্ধার হল সৌগত বেরার মৃতদেহ। রবিবার দিনভর তল্লাশি চালিয়েছিল ডুবুরিরা। সেই তল্লাশিতে হদিশ মেলেনি। সন্ধের পর ভেসে উঠেছিল সৈকত মান্নার মৃতদেহ। নিখোঁজ সৌগত বেরার তখনও কোনও হদিশ মেলেনি।  তবে কি সে স্রোতের টানে ভেসে গেছে অন্য কোথাও! বেঁচে ফিরে আসতে পারবে সে। নাকি সৈকতে মতো সেও আর বেঁচে নেই। আশা নিরাশার দোলাচলে প্রতিটি ক্ষণ কেটেছে জামালপুরের জোৎশ্রীরামপুরের পাইকপাড়ার বাসিন্দাদের। অবশেষে অপেক্ষার অবসান।  সোমবার ভোরে ভেসে উঠলো সৌগত বেরার দেহ। সকালে সূর্য ওঠার আগেই শোকের আবহ এলাকায়।
শনিবার পূর্ব বর্ধমানের জামালপুরে দামোদরে পানসি নৌকা উল্টে নিখোঁজ  হয় এই দুজন। পূর্ব বর্ধমানের জামালপুরের জোৎশ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়ায় এই  ঘটনা ঘটৈ। চার বন্ধু বিকেলের পর পানসি নৌকো ভাসিয়েছিল দামোদরে। ঝোড়ো হাওয়ায় দুলে ওঠে নৌকা। জল ঢুকতে থাকে তাতে। জলের ভারে ডুবে যায় নৌকা। দুই বন্ধু প্রায় তিরিশ ফুট সাঁতার কেটে কোনও রকমে পারে আসতে সক্ষম হয়। সাঁতার কাটার চেষ্টা চালিয়েছিল সৈকত ও সৌগতও। কিন্তু জলের স্রোতে তলিয়ে যায় তারা।
advertisement
advertisement
প্রথমে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। জাল ফেলে তাদের হদিশ পাবার চেষ্টা হয়। পরে উদ্ধার কাজে নামে জেলা বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর ও জেলা পুলিশের বিশেষ টিম। রবিবার সকাল থেকেই কাটোয়া দুর্গাপুর আসানসোল থেকে আসা ডুবুরিরা  তল্লাশি শুরু করে। কিন্তু দিনভর একটানা তল্লাশি চালিয়েও তারা ওই দুই যুবকের হদিশ পেতে ব্যর্থ হয়। অবশেষে সন্ধের পর রিভার পাম্প সংলগ্ন এলাকায় সৈকতের দেহ ভেসে ওঠে। সোমবার ভোরে মেলে সৌগত র মৃতদেহ।
advertisement
সৈকত হায়দরাবাদে প্যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছিল। অন্যদিকে সৌগত উচ্চ মাধ্যমিক পাশ করে কাজের খোঁজ করছিল বলে জানা গেছে। একই নৌকায় থাকা আরও দুজনের নাম সৌরভ ধারা এবং সমরেশ পাল। নৌকা উল্টে যাওয়ার পর এই দুজন সাঁতার কেটে পারে উঠে আসে। এদের প্রত্যেকের বাড়ি স্থানীয় জোৎশ্রীরামপুর এলাকায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
advertisement
কয়েকদিন আগেই পূর্বস্থলীর চুপিতে ছাড়ি গঙ্গায় নদীয়ার কৃষ্ণনগর থেকে চার বন্ধু পরিযায়ী পাখি দেখতে এসে দুর্ঘটনায় পরে।
নৌকা উল্টে দুজনের মৃত্যু হয়েছিল। এবার জামালপুরের দামোদর নদে পানসি নৌকা করে চার জন বন্ধু ঘুরতে বেরিয়ে ঝোড়ো হাওয়ায় নৌকা উল্টে মৃত্যু হল দুজনের।
Saradindu Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জামালপুরে নৌকাডুবি, মিলল দ্বিতীয় যুবকের দেহ, এলাকায় শোকের ছায়া
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement