এই 'পুতুলবিক্রেতা' কিশোরকুমার ভক্ত! শখের শেখা গানই তাঁকে রাতারাতি 'রাজা' করে দিল...! দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
শুনুন কিশোর কুমার ভক্ত এই পুতুল বিক্রেতার গানের গলা, শখেই শেখা গানে আজ ভাইরাল তিনি!
উত্তর ২৪ পরগনা: মধ্যমগ্রাম শ্রীনগর ১ নম্বর এলাকার বাসিন্দা পেশায় খেলনা পুতুল বিক্রেতা রমেশ সরকার, পুতুল বিক্রেতা হলেও তার শখের কারণেই আশপাশের এলাকার মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।
ছোটবেলা থেকেই গানের প্রতি গভীর ভালোবাসা, বিশেষ করে কিশোর কুমারের গান শোনার শখ, আর সেই গানের সঙ্গেই গলা মিলিয়ে একের পর এক হিট গান রপ্ত করে আনন্দ দেন মানুষকে। শুধু কিশোর কুমারই নয়, তার ছেলে অমিত কুমারের \”তেরি ইয়াদ আই\” সহ একের পর এক কিশোর কুমার ও অমিত কুমারের গলায় রমেশের গাওয়া গান রীতিমতো সোশ্যাল মিডিয়াতেও হয়েছে ভাইরাল।
advertisement
advertisement
আরও পড়ুন- ১৪৭ কিলোমিটার…! ভুল লাইনে ছুটল দোতলা ট্রেন, পার করল ১৮টি স্টেশন! তার পর যা হল, অবিশ্বাস্য!
তারপর থেকেই আরও যেন জনপ্রিয়তা বেড়েছে এই পুতুল বিক্রেতার। শখের কারণেই কোন অনুষ্ঠানে ডাক পরলে ট্র্যাকে গান চালিয়ে একের পর এক কিশোর কুমার ও অমিত কুমারের গান গেয়ে শ্রোতাদের আনন্দ দেন রমেশ সরকার। তবে তার এই গানের কারণেই অনেকে এখন তাকে ডাকছেন রমেশ কুমার বলেও।
advertisement
শখে গান গাইলেও, তার পেশা পুতুল তৈরি করে মধ্যমগ্রাম বারাসাত সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করা। তার প্রতিদিনের পথ চলার মাঝেই এখন অনেকেই তাকে দাঁড় করিয়ে গান শুনতে চান। রমেশ গান শুরু করলেই শুনতে দাঁড়িয়ে পড়েন মানুষজন। সুর থেকে গানের সরগম এমন ভাবেই রপ্ত করেছে সে, যে খালি গলায় তার গান শুনলেও অবাক হতে হয়।
advertisement
তবে এই শখের গায়ক এখনও খুঁজে চলেছেন তার যোগ্য মঞ্চ। যেখানে নিজের সবটুকু প্রতিভা উজাড় করে দিতে পারবেন শখের গানকে আঁকড়েই। গানের ফাঁকেই নিজের পুতুল বিক্রি করে বেশ কিছুটা আয়ও হয় গান পাগল এই পুতুল বিক্রেতার। কিশোর ভক্ত এই গায়কের নিজের গলায় গান তাই এখন আনন্দ দিচ্ছে বহু মানুষকে।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 10, 2025 8:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এই 'পুতুলবিক্রেতা' কিশোরকুমার ভক্ত! শখের শেখা গানই তাঁকে রাতারাতি 'রাজা' করে দিল...! দেখুন ভাইরাল ভিডিও