Purba Bardhaman: নিষেধাজ্ঞা অমান্য করে বালি তুলেছিল মাফিয়ারা, পুলিশের অভিযানে পর্দা ফাঁস বালি পাচার চক্রের

Last Updated:

গোপন সূত্রে খবর পেয়ে মাধবডিহি থানার ওসি উত্তাল সামন্তের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রাতেই এলাকা ঘিরে ফেলে অভিযানে নামে।

Puba Bardhaman News: Police stopped bali mafias
Puba Bardhaman News: Police stopped bali mafias
#পূর্ব বর্ধমান: মুণ্ডেশ্বরী নদীর বুক থেকে অবৈধ ভাবে বালি খনন করে গাড়িতে বোঝাই করার সময় পুলিশের অভিযান। পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার পুলিশ এই অভিযান চালায়।
মাধবডিহি থানার ফতেপুর এলাকায় এই ঘটনা ঘটেছে।ঘটনায় ১২ টি ট্রাকটর,২ টি জেসিবি মেশিন বাজেয়াপ্ত হয়েছে। এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে,ফতেপুর এলাকায় মুণ্ডেশ্বরী নদী থেকে জেসিবি দিয়ে বালি কেটে ট্রাকটরে বোঝাই করার সময় মাধবডিহি থানার পুলিশ অভিযান চালিয়ে ১২ টি বালি ভর্তি ট্রাকটর ও ২ টি জেসিবি মেশিন আটক করে।পাশাপাশি নদীবক্ষ থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়। সোমবার তাদের বর্ধমান আদালতে পেশ করা হয়।
advertisement
advertisement
বর্ষাকালে জেলার সমস্ত নদনদী থেকে বালি তোলার নিষেধাজ্ঞা রয়েছে। এরপরেও মাধবডিহি থানার অন্তর্গত বড়বৈনান গ্রাম পঞ্চায়েতের ফতেপুর এলাকায় মুন্ডেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালি তোলার কাজ চালাচ্ছিল কিছু বালি মাফিয়া। গোপন সূত্রে খবর পেয়ে মাধবডিহি থানার ওসি উত্তাল সামন্তের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রাতেই এলাকা ঘিরে ফেলে অভিযানে নামে। কয়েকজন পালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পড়ে যায় পাঁচ জন বালি কারবারি। বাজেয়াপ্ত করা হয় দুটি জেসিবি মেশিন সহ ১২টি ট্রাক্টর। ধৃতদের সোমবার বর্ধমান আদালতে পেশ করেছে পুলিশ।
advertisement
সূত্রের খবর, সরকারি নির্দেশ কে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে শাসকদলের স্থানীয় এক প্রভাবশালী নেতার মদতেই এই বালি তোলার কাজ চলছিল বলে অভিযোগ। এমনকি তাঁবু খাটিয়ে রীতিমত ভাত, মাংস রান্নার ব্যবস্থা করা হয়েছিল সেখানে। গোপন সূত্রে খবর পেয়ে রাতেই হানা দেয় মাধবডিহি থানার পুলিশ। ওসির নেতৃত্বে এলাকা ঘিরে ধরপাকড় শুরু করা হয়। যদিও আচমকা এই পুলিশি অভিযানে হকচকিয়ে যায় বালি মাফিয়াদের গ্যাং। নাম প্রকাশে অনিচ্ছুক বালির এক কারবারী বলেন,‘আমরা সাড়ে পাঁচ লক্ষ টাকা দিয়েছিলাম এক নেত্রীকে। তার কথাতেই আমরা ভরসা করে বালি তোলার কাজ শুরু করেছিলাম। তিনি আমাদের বলেছিলেন পুলিশের সঙ্গে সেটিং করে নেওয়ার জন্য। আসলে তিনি যে কিছুই করেননি সেটা পুলিশের এই অভিযানেই পরিস্কার। এখন ফেঁসে গেলাম আমরা।’
advertisement
পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু বলেন,” অবৈধ কারবারিদের বিরুদ্ধে পুলিশ অভিযান চালিয়েছে। আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে বালির কারবারের সঙ্গে যুক্ত কেউ বেআইনি কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। পুলিশ তাই করেছে। এখন গ্রেফতার হওয়ার পর কে কি অভিযোগ করছে তার কোনো সত্যতা নেই। প্রমাণ থাকতে হবে। প্রশাসন প্রশাসনের কাজ করবে।”
advertisement
Saradindu Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman: নিষেধাজ্ঞা অমান্য করে বালি তুলেছিল মাফিয়ারা, পুলিশের অভিযানে পর্দা ফাঁস বালি পাচার চক্রের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement