দোষীদের শাস্তিরও দাবিতে অধীর-মান্নানের নেতৃত্বে ভাঙড়ে মিছিল কংগ্রেসের
Last Updated:
শনিবার সকালে আবার কংগ্রেস নেতা অধীর চৌধুরী, আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য এর নেতৃত্বে চাপাগাছি হাইস্কুল থেকে শ্যামনগর পর্যন্ত শান্তি মিছিল করা হয়।
#ভাঙড়: পাওয়ার গ্রিড তৈরি নিয়ে ঘটে যাওয়া ঘটনার পর একে একে রাজনৈতিক নেতাদের ভিড় লেগে রয়েছে ভাঙড় ২ নম্বর ব্লকের মাছিভাঙা, টোনা ও খামারআইট গ্রামে। ঘটনার পরের দিনই গ্রামে এসে নিহত দুই পরিবারের সাথে দেখা করে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এসেছিলেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, কান্তি গাঙ্গুলির মত বাম নেতারাও। শুক্রবার নিহতদের পরিবারের সাথে দেখা করতে আসেন রাজ্য এস এফ আই এর সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
কার্যত ঘটনার পর রাজনৈতিক ফায়দা তুলতেই একের পর এক রাজনৈতিক নেতারা পৌঁছে গিয়েছেন ভাঙড়ে। শনিবার সকালে আবার কংগ্রেস নেতা অধীর চৌধুরী, আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য এর নেতৃত্বে চাপাগাছি হাইস্কুল থেকে শ্যামনগর পর্যন্ত শান্তি মিছিল করা হয়। এলাকার সাধারন মানুষকে সাথে নিয়ে এই পাওয়ার গ্রিড তৈরির প্রতিবাদে ও ঘটনায় দোষীদের শাস্তির দাবী জানানো হয় মিছিল। জমি আন্দোলন দিয়ে যে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় এসেছে সেই জমি আন্দোলনের মধ্যে দিয়েই তৃণমূল কংগ্রেসকে ব্যাকফুটে ফেলে সামনের সারিতে আসতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন রাজ্যের বিরোধীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 21, 2017 12:23 PM IST