Petrol: পেট্রোল ভরেও চলছে না বাইক! ট‍্যাঙ্কি খুলতেই চোখ ছানাবড়া, তেলের বদলে ভেতরে এ কী? পাম্পে তুমুল বিক্ষোভ

Last Updated:

Petrol: পাম্প থেকে পেট্রোল ভরার পরও চলছে না গাড়ি। ট‍্যাঙ্কি খুলতেই তেলের বদলে বেরোলো জল! পেট্রোল পাম্পে তেলের বদলে জল দেওয়ার অভিযোগে পাম্প ঘেরাও করে বিক্ষোভ গ্রাহকদের। পূর্ব মেদিনীপুরের এই ঘটনায় ছড়ায় উত্তেজনা।


পেট্রোল ভরেও চলছে না বাইক! ট‍্যাঙ্কি খুলতেই চোখ ছানাবড়া, তেলের বদলে এ কী? পাম্পে তুমুল বিক্ষোভ
পেট্রোল ভরেও চলছে না বাইক! ট‍্যাঙ্কি খুলতেই চোখ ছানাবড়া, তেলের বদলে এ কী? পাম্পে তুমুল বিক্ষোভ
পূর্ব মেদিনীপুর: পাম্প থেকে পেট্রোল ভরার পরও চলছে না গাড়ি। ট‍্যাঙ্কি খুলতেই তেলের বদলে বেরোলো জল! পেট্রোল পাম্পে তেলের বদলে জল দেওয়ার অভিযোগে পাম্প ঘেরাও করে বিক্ষোভ গ্রাহকদের। পূর্ব মেদিনীপুরের এই ঘটনায় ছড়ায় উত্তেজনা।
পেট্রোল পাম্পে তেলের বদলে জল দেওয়ার অভিযোগে বিক্ষোভ। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার মংলামাড়ো বাজার এলাকার ঘটেছে এই ঘটনা। সূত্রের খবর অনুযায়ী, আজ পেট্রোল পাম্পে কয়েক জন মোটর সাইকেল আরোহী পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে আসে। কিন্ত তারপর বারবার চেষ্টার পরও চালু হয়নি বাইক।
advertisement
advertisement
সন্দেহ হওয়ার পর ট্যাঙ্কি চেক করলে পেট্রোলের বদলে জল বার হয়। এই নিয়ে পেট্রোল পাম্প ঘেরাও করে বিক্ষোভ দেখায় মোটর সাইকেল আরোহীরা। ঘটনাস্থলে পৌঁছে যায় পটাশপুর থানার পুলিশ।
advertisement
রোজগার জীবনযাপনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে পেট্রোল-ডিজেলের দাম। এই মুহূর্তে কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটার ১০০ টাকারও বেশি। দামি পেট্রোলের বদলে জল দেওয়ায় বিক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত মোটর সাইকেল আরোহীরা।
পঙ্কজ দাশ রথী/পটাশপুর/পূর্ব মেদিনীপুর
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Petrol: পেট্রোল ভরেও চলছে না বাইক! ট‍্যাঙ্কি খুলতেই চোখ ছানাবড়া, তেলের বদলে ভেতরে এ কী? পাম্পে তুমুল বিক্ষোভ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement