Burdwan: বর্ধমানের সিনেমা হলে চলবে না 'পাঠান', বিক্ষোভে নেমে হুঁশিয়ারি! চিন্তায় হল মালিকরা
- Published by:Debamoy Ghosh
- Written by:Saradindu Ghosh
Last Updated:
বর্ধমান শহরের কার্জন গেটের সামনে ওই হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে শাহরুখ-দীপিকা অভিনীত 'পাঠান' সিনেমা বয়কটের ডাক দেওয়া হয়।
#বর্ধমান: গেরুয়া বিতর্ক এবার বর্ধমানে।'পাঠান' ছবিতে গেরুয়া রংকে যেভাবে ব্যবহার করা হয়েছে তাতে সনাতনী হিন্দুদের ভাবাবেগকে আঘাত করা হয়েছে এই অভিযোগ তুলে বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে পাঠান ছবি বয়কট করার আবেদন জানানোর পাশাপাশি শাহরুখ খানের ছবি ও পাঠান সিনেমার পোস্টারে আগুন লাগিয়ে সনাতনী হিন্দুদের একাংশের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়।
বিক্ষোভকারীদের পক্ষে পূজা দেবনাথ জানিয়েছেন, 'গেরুয়া ত্যাগের প্রতীক,সনাতনীদের প্রতীক।সেই রংকে অসম্মান করা হচ্ছে। যা সনাতনীদের ভাবাবেগে আঘাত করছে। এটা বেশ কয়েক দশক ধরে চলছে। তাই তারই প্রতিবাদে এই বিক্ষোভ। বর্ধমানের কোনও সিনেমা হলেই আমরা 'পাঠান' ছবি চলতে দেবো না। যেখানেই এই ছবি চালানো হবে সেখানেই আমরা বিক্ষোভ দেখাবো।'
advertisement
advertisement
বর্ধমান শহরের কার্জন গেটের সামনে ওই হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে শাহরুখ-দীপিকা অভিনীত 'পাঠান' সিনেমা বয়কটের ডাক দেওয়া হয়। বিক্ষোভ শেষে 'বলিউড কিং' শাহরুখের কুশপুতুল পোড়ান বিক্ষোভকারীরা। সেইসঙ্গে 'পাঠান' সিনেমার পোস্টারেও আগুন লাগানো হয়।
যদিও এই বিক্ষোভের বিষয় নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। তবে গোটা বিষয়টিতে উদ্বেগ বাড়ছে সিনেমা হল মালিকদের। আগামী বছর 'পাঠান' অন্যতম ব্লকবাস্টার হতে পারে বলে তাঁদের আশা। কিন্তু বয়কটের হুমকিতে জন্য ব্যবসা ধাক্কা খাওয়ার আশঙ্কায় ভুগছেন তাঁরা।
advertisement
পাঠানের একটি গানে দীপিকা পাড়ুকোনের পরনে গেরুয়া রংয়ের পোশাক নিয়ে বিতর্কের সূত্রপাত। তবে এখনও সিনেমাটি রিলিজ করেনি। সিনেমার গান দেখেই গো-বলয়ে 'বয়কট পাঠান' হ্যাশট্যাগ ভাইরাল হয়ে গিয়েছে। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রও এই সিনেমা নিয়ে তোপ দেগেছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 19, 2022 4:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Burdwan: বর্ধমানের সিনেমা হলে চলবে না 'পাঠান', বিক্ষোভে নেমে হুঁশিয়ারি! চিন্তায় হল মালিকরা