North 24 Parganas News: কলেজে প্রিন্সিপালের আদরেই বেড়ে উঠছে রাজহাঁসেরা,  দেখলে অবাক হবেন

Last Updated:

পুকুর-সহ কলেজ চত্বরের আশপাশে দলবেঁধে ঘুরতে দেখা যায় এই রাজহাঁসের দলকে। শুধু রাজহাঁস-ই নয়, কলেজ চত্বরে নানারকম সবজি ও ফসল ফলানো হয়। রয়েছে হরেক রকম ফলের গাছও।

+
রাজহাঁস

রাজহাঁস

উত্তর ২৪ পরগনা: কলেজ পড়ুয়াদের পাল্লা দিয়ে দিনদিন বাড়ছে রাজহাঁসের সংখ্যা। কলেজের প্রিন্সিপালও তাদের লালন পালন করছেন সযত্নে। এলাকার ইকোসিস্টেম বজায় রাখতে পাশাপাশি কলেজ চত্বরে থাকা সুবিশাল পুকুরকে কচুরিপানা থেকে মুক্ত রাখতেই, তিনটি রাজহাঁস নিয়ে আসা হয়েছিল। আজ সেই সংখ্যাটি পৌঁছেছে ১১০ টি রাজহাঁসে। কলেজ চত্বরেই তাদের জন্য করা হয়েছে সুন্দর আস্তানা। পুকুর-সহ কলেজ চত্বরের আশপাশে দলবেঁধে ঘুরতে দেখা যায় এই রাজহাঁসের দলকে। শুধু রাজহাঁস-ই নয়, কলেজ চত্বরে নানারকম সবজি ও ফসল ফলানো হয়। রয়েছে হরেক রকম ফলের গাছও।
২০১৩ সালে রাজ্য সরকারের উদ্যোগে সীমান্ত এলাকার ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার সুবিধার জন্য মতুয়া ধর্মগুরু পিআর ঠাকুরের নামে এই গভর্নমেন্ট কলেজের উদ্বোধন করা হয়েছিল। সেই কলেজেরই অধ্যক্ষের ভার সামলাচ্ছেন স্বপন সরকার। প্রকৃতিপ্রেমী এই অধ্যক্ষ ছাত্র-ছাত্রীসহ এলাকার মানুষদের সুন্দর পরিবেশ উপহার দিতেই কলেজের মধ্যে তৈরি করেছেন গ্রীন ক্লাব। স্বপনবাবুর সহ কলেজের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা ও দেখভাল করেন এই রাজহাঁসগুলির। কলেজে চাষের সাক থেকে শুরু করে,  ধান খাওয়ানো হয় হাঁসকে। ১০ বস্তা কলেজে উৎপন্ন হওয়া ধান তার সঙ্গে নিজের উদ্যোগে প্রিন্সিপাল আরও কুড়ি বস্তা ধান কিনেছেন এদের খাবারের বন্দোবস্ত করতে। আগামী দিনে আরও নানা পরিকল্পনা রয়েছে তাঁর।
advertisement
তবে আক্ষেপ, পড়ুয়াদের এই গ্রিন ক্লাবে আসার সদিচ্ছার অভাব রয়েছে। তবে আগামী দিনে যাতে পরিবেশকে সুন্দর করে তুলতে পড়ুয়ারা এগিয়ে আসেন তার চেষ্টা চালাবেন বলেও জানান তিনি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: কলেজে প্রিন্সিপালের আদরেই বেড়ে উঠছে রাজহাঁসেরা,  দেখলে অবাক হবেন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement