West Medinipur News: কথা দিয়ে রাখলেন দেব! শুরু ঘাটাল মাস্টার প্ল্যান এর প্রাথমিক কাজ
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
ঘাটাল মাস্টার প্ল্যান আওতায় থাকা দাসপুর ২ নাম্বার ব্লকের চন্দ্রেশ্বর খাল ও পলাশপাই সহ অন্যান্য খাল গুলির ওপরে তৈরি হবে সেতুগুলি। যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে সাধারণ মানুষের।
পশ্চিম মেদিনীপুর: ভোটের আগে কথা দিয়েছিলেন তিনবারের নির্বাচিত সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। ভোটে জিতে বাস্তবায়িত করবেন ঘাটাল মাস্টার প্ল্যান। যে মাস্টার প্ল্যানের অপেক্ষায় ঘাটালের মানুষ। যে ঘাটাল মাস্টার প্ল্যান হলে আদতে উপকৃত হবেন ঘাটাল, দাসপুর শহর একাধিক এলাকার মানুষজন। বন্যায় প্রতিবছর যে দুর্বিষহ পরিস্থিতি সৃষ্টি হয়, তার থেকে বাঁচবেন সাধারণ মানুষ। সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে ঘাটালে মাস্টার প্ল্যান বাস্তবায়নে তদবির করেছেন এলাকার নবনির্বাচিত জনপ্রতিনিধি দেব। রাজ্য সরকারের আর্থিক বরাদ্দের পরে সেই মাস্টার প্ল্যানের কাজ ধাপে ধাপে এগিয়ে চলেছে। অবশেষে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। সম্প্রতি বেশ কিছু কাজ শুরু হবে, আশায় বুক বাঁধছেন এলাকার মানুষ।
আরও পড়ুন: বাড়ি ফিরে ভাত খাওয়া হল না…দোল খেলার পর গঙ্গায় নেমে তলিয়ে গেল হাওড়ার যুবক
প্রতি বছর ভয়াবহ বন্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। অবশেষে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। দাসপুরে তৈরি হতে চলেছে পাঁচটি পাকা সেতু। খুশি এলাকার মানুষজন। বন্যা এলেই বিভিন্ন নদী বা খালের উপরে থাকা অস্থায়ী বাঁশের সাঁকো ভেঙে যায়। যার ফলে দুপারের মানুষের যাতায়াত কার্যত বন্ধ হয়ে যায়। কোনও এক পাড়ে রয়েছে স্কুল, কলেজ, পঞ্চায়েত অফিস থেকে হাসপাতাল। স্বাভাবিকভাবে যাতায়াত বন্ধ হয়ে যায় বেশ কয়েক মাস, ঘুরপথে আসতে হয় নিত্য কাজের জন্য। তবে এবার সকলের জন্য খুশির খবর।
advertisement
আরও পড়ুন: দেওয়া হল না বাকি পরীক্ষা, দোল খেলার পর পুকুরে নেমে মৃত্যু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জানা গেছে দাসপুর দু’নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় পাঁচটি কংক্রিটের সেতু তৈরির ছাড়পত্র দিয়েছে সেচ দফতর। দ্রুত সেই কাজ শুরু করতে চলেছে প্রশাসন ইতিমধ্যে টেন্ডারও হয়ে গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে,১৯কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই পাঁচটি সেতু। অনেকেই মনে করছেন আরও একধাপ এগিয়ে গেল ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ। মার্চ মাসে শুরু হবে ওই পাঁচটি সেতু তৈরির কাজ। ইতিমধ্যেই ওই সেতুগুলির টেন্ডার প্রক্রিয়াও শেষ হয়ে গেছে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
ঘাটাল মাস্টার প্ল্যান আওতায় থাকা দাসপুর ২ নাম্বার ব্লকের চন্দ্রেশ্বর খাল ও পলাশপাই সহ অন্যান্য খাল গুলির ওপরে তৈরি হবে সেতুগুলি। যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে সাধারণ মানুষের।প্রতিবছর বন্যায় বানভাসী হয় সাধারণ মানুষ। রাস্তার উপর চলে নৌকো। অস্থায়ী সাঁকো ভেঙে যাওয়ায় বিপদে পড়েন সাধারণ মানুষ। তবে দ্রুত কাজ শুরু হলে উপকৃত হবেন সকলে, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 14, 2025 7:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: কথা দিয়ে রাখলেন দেব! শুরু ঘাটাল মাস্টার প্ল্যান এর প্রাথমিক কাজ