#বাঁকুড়া: স্কুলে দিনের পর দিন ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে এক প্রাথমিক শিক্ষককে মারতে মারতে থানায় নিয়ে এসে পুলিশের হাতে তুলে দিল এলাকার উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাসে। অভিভাবকদের অভিযোগ ইন্দাস বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শেখ ফিরোজ খান ছয় মাসেরও বেশি সময় ধরে স্কুলের ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে আসছেন।
মাস ছয়েক আগে বিষয়টি নিয়ে স্থানীয় অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষককে অভিযোগ করলেও পরিস্থিতির বদল ঘটে নি বলে অভিযোগ। আজ ফের স্কুলের বেশ কয়েকজন ছাত্রীর সঙ্গে ওই শিক্ষক অশালীন আচরণ করেন বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই এলাকার অভিভাবকরা স্কুলে পৌঁছে প্রথমে বিক্ষোভ দেখায়। পরে অভিযুক্ত শিক্ষককে বিবস্ত্র করে মারতে মারতে ইন্দাস থানায় নিয়ে আসে। খবর পেয়ে রাস্তা থেকে ওই শিক্ষককে আটক করে ইন্দাস থানার পুলিশ। অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্কুলের অভিভাবকরা।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lynching, Molestation, Primary School