ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ, শিক্ষককে মারতে মারতে থানায় এনে পুলিশের হাতে তুলল জনতা
Last Updated:
#বাঁকুড়া: স্কুলে দিনের পর দিন ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে এক প্রাথমিক শিক্ষককে মারতে মারতে থানায় নিয়ে এসে পুলিশের হাতে তুলে দিল এলাকার উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাসে। অভিভাবকদের অভিযোগ ইন্দাস বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শেখ ফিরোজ খান ছয় মাসেরও বেশি সময় ধরে স্কুলের ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে আসছেন।
মাস ছয়েক আগে বিষয়টি নিয়ে স্থানীয় অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষককে অভিযোগ করলেও পরিস্থিতির বদল ঘটে নি বলে অভিযোগ। আজ ফের স্কুলের বেশ কয়েকজন ছাত্রীর সঙ্গে ওই শিক্ষক অশালীন আচরণ করেন বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই এলাকার অভিভাবকরা স্কুলে পৌঁছে প্রথমে বিক্ষোভ দেখায়। পরে অভিযুক্ত শিক্ষককে বিবস্ত্র করে মারতে মারতে ইন্দাস থানায় নিয়ে আসে। খবর পেয়ে রাস্তা থেকে ওই শিক্ষককে আটক করে ইন্দাস থানার পুলিশ। অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্কুলের অভিভাবকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 17, 2019 4:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ, শিক্ষককে মারতে মারতে থানায় এনে পুলিশের হাতে তুলল জনতা