School teacher special award: শিক্ষা ব্যবস্থায় বিশেষ অবদান! জেলার প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক পেলেন জাতীয় শিক্ষক সম্মান

Last Updated:

School teacher inspirational: জেলার শিক্ষক পেলেন জাতীয় শিক্ষক সম্মান। শ্যামনগর শালবাগান জিএসএফপি স্কুলের প্রধানশিক্ষককে দিল্লিতে ডেকে জাতীয় শিক্ষক সম্মান পুরস্কার দেওয়ার হয়।

+
শিক্ষক

শিক্ষক পেলেন বিশেষ সম্মান

উত্তর ২৪ পরগনা: জেলার শিক্ষক পেলেন জাতীয় শিক্ষক সম্মান। শ্যামনগর শালবাগান জিএসএফপি স্কুলের প্রধানশিক্ষককে দিল্লিতে ডেকে জাতীয় শিক্ষক সম্মান পুরস্কার দেওয়ার হয়। এই খবর আসতেই স্কুল-সহ ছাত্রছাত্রীদের মধ্যেও যেন ছড়িয়েছে খুশির আমেজ।
দীর্ঘ দিন ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকায়, পিছিয়ে পড়া প্রান্তিক এলাকার পড়ুয়াদের জন্য এই শিক্ষকের নানা কাজ প্রশংসা পেয়েছে। সেই জায়গা থেকে শ্যামনগর শালবাগান জিএসএফপি প্রাথমিক স্কুলের প্রধানশিক্ষক প্রশান্ত কুমার মারিককে এই যোগ্য সম্মান দেওয়ার কথা জানায় ভারত সরকার। দেশের মোট ৫০ জন শিক্ষক রাষ্ট্রপতির হাত থেকে এই পুরস্কার পান। তবে এই সর্বোচ্চ পুরস্কারের তালিকায় নাম ওঠায়, যেন বাংলা তথা জেলার গর্ব হয়ে উঠেছেন ইছাপুর বিধানপল্লীর বাসিন্দা শিক্ষক প্রশান্ত কুমার মারিক।
advertisement
advertisement
২০ বছর ধরে তিনি শিক্ষকতা করছেন। ১১ বছর ধরে তিনি শালবাগান জিএসএফপি স্কুলে প্রধান শিক্ষকের ভূমিকা পালন করছেন। ২০১৩ সালের মার্চ মাসে এই স্কুলে তিনি যোগ দিয়েছিলেন। আজ স্কুলের পরিবেশ বদলে ফেলেছেন এই শিক্ষক। অন্যান্য প্রাথমিক স্কুলে যেখানে ছাত্র-ছাত্রীদের সংখ্যা কমতে দেখা যায় সেই জায়গায় দাঁড়িয়ে দিন দিন বেড়েছে পড়ুয়াদের সংখ্যা।
advertisement
এখন প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রী এই স্কুলেই পড়ে। ইংরেজি মাধ্যম স্কুলের বাড় বারন্তের মাঝেই সরকারি সাহায্যপ্রাপ্ত এই স্কুলকে অন্য ভাবে সাজিয়ে তোলার স্বপ্ন দেখেন এই শিক্ষক। আগামী দিনে শিক্ষকদের ছাত্র-ছাত্রীদের জীবন প্রকৃত অর্থে গড়ে দেওয়ার লক্ষ্যে তাই স্বপ্নকে বাস্তবায়িত করার আহ্বান জানান তিনি। এলাকার শিক্ষক এমন সম্মান পেতে খুশি যেন গোটা জেলা-সহ শিক্ষক মহল।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
School teacher special award: শিক্ষা ব্যবস্থায় বিশেষ অবদান! জেলার প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক পেলেন জাতীয় শিক্ষক সম্মান
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement