India-Pakistan Tension: ভারত-পাক সংঘাতের আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে? খতিয়ে দেখতে অভিযানে নামল টাস্ক ফোর্স 

Last Updated:

India-Pakistan Tension: যুদ্ধের বাজারে বাড়ছে জিনিসপত্রের দাম? এই সুযোগ কাজে লাগিয়ে চলছে কালোবাজারির চেষ্টা? খতিয়ে দেখতে বর্ধমানের বিভিন্ন বাজারে হানা দিল জেলা প্রশাসনের টাস্ক ফোর্স।

যুদ্ধের আবহে বাড়ছে দাম? খতিয়ে দেখতে অভিযানে টাস্ক ফোর্স 
যুদ্ধের আবহে বাড়ছে দাম? খতিয়ে দেখতে অভিযানে টাস্ক ফোর্স 
বর্ধমান: যুদ্ধের বাজারে বাড়ছে জিনিসপত্রের দাম? এই সুযোগ কাজে লাগিয়ে চলছে কালোবাজারির চেষ্টা? খতিয়ে দেখতে বর্ধমানের বিভিন্ন বাজারে হানা দিল জেলা প্রশাসনের টাস্ক ফোর্স। বিভিন্ন দোকান বাজার ঘুরে জিনিসপত্র দাম খতিয়ে দেখল তারা। জিনিসপত্রের কৃত্রিম অভাব তৈরি করে কালোবাজারির চেষ্টা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। মাছ, ডিম থেকে শুরু করে কোনও সবজির দাম অস্বাভাবিক হারে বাড়ছে কিনা তা খতিয়ে দেখছেন জেলা প্রশাসনের তৈরি করা টাস্ক ফোর্সের সদস্যরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই মাঠে নামলো  জেলা প্রশাসন। যুদ্ধ পরিস্থিতিতে যাতে জিনিসের দাম নাগালের বাইরে চলে না যায়, সেজন্য বর্ধমানের নানা বাজারে হানা দিল টাস্ক ফোর্স। বর্ধমানের মূল বাজারগুলিতে অভিযান চালায় তারা। সবজি বাজারের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যাচাই করা হয়।
শনিবার সকালে বিভিন্ন দফতরের আধিকারিক ও কর্মীদের নিয়ে গড়া টাক্স ফোর্স বর্ধমান শহরের নানা সবজি বাজারে যান। প্রথমেই তাঁরা যান স্টেশন বাজারে। এছাড়াও তেঁতুলতলা বাজার ও রথতলা বাজারে তাঁরা অভিযান চালান। বাজারে আদা, পেঁয়াজ, রসুন, আলু, পটল-সহ বিভিন্ন সবজির দাম খতিয়ে দেখা হয়। সর্ষের তেল, চাল-সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে কিনা তা দেখা হয়।
advertisement
advertisement
টাক্স ফোর্সের সদস্য বিভাস পাল জানান, জেলা প্রশাসনের নির্দেশে তাদের এই অভিযান। তারা বাজার ঘুরে দেখেছেন আলু,পিঁয়াজ, পটল, ঝিঙে,আদা-সহ সবজির কী দাম। তাঁরা জানান, বাজারে মোটামুটি স্থিতাবস্থা রয়েছে। দাম বাড়িয়ে যাতে মানুষের অসুবিধা সৃষ্টি না হয়, সেজন্যই জেলা প্রশাসনের এই নির্দেশ।
advertisement
তবে এই মুহূর্তে বর্ধমান শহর-সহ গোটা জেলার সবজি বাজারে দাম কার্যত স্বাভাবিক। মরশুমি সবজি, ঝিঙে,পটল, ঢ্যাঁড়শের দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যেই আছে।হেঁশেলে অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস ডিম।সেই ডিমের দামও মোটামুটি স্বাভাবিক। খুচরো ডিম বিক্রেতা জানান, সাড়ে পাঁচ টাকা থেকে ৬ টাকার মধ্যে ডিমের দাম ঘোরাঘুরি করছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
India-Pakistan Tension: ভারত-পাক সংঘাতের আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে? খতিয়ে দেখতে অভিযানে নামল টাস্ক ফোর্স 
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement