West Bengal news: গ্রামে বাঘ ঢোকা রুখতে নতুন জাল টাঙানোর প্রস্তুতি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের

Last Updated:

Sundarban News: সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন বিস্তীর্ণ জঙ্গল জুড়ে নতুন নেট টাঙানো হবে বলে ঠিক হয়েছে। এছাড়াও বেশ কিছু এলাকা এখনও অরক্ষিত। 

টাঙানো হবে নেট
টাঙানো হবে নেট
দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন বিস্তীর্ণ জঙ্গল জুড়ে নতুন নেট টাঙানো হবে বলে ঠিক হয়েছে। এছাড়াও বেশ কিছু এলাকা এখনও অরক্ষিত। সেই এলাকাগুলি যেমন প্রথমবার জাল দিয়ে ঘেরা হবে, তেমনই বাকি অংশে পুরনো নেট পরিবর্তন করা হবে।
advertisement
কতটা জাল লাগবে তার হিসেব চলছে। সেই মতো দফতরের কাছে প্রস্তাব দেবেন প্রকল্পের অফিসাররা। টাইগার রিজার্ভের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন বলেন, “এখনও পরিকল্পনা চলছে।” জুলাইয়ের শেষে এই টাইগার রিজার্ভের দুটি রেঞ্জের প্রায় ১০০ কিলোমিটার এলাকা জুড়েই নেট লাগানোর ব্যাপারে উদ্যোগী হয়েছেন অফিসাররা।
advertisement
বহুদিন ধরে নতুন করে জাল টাঙানো হয়নি। তাই অনেক জায়গায় তা নষ্ট হয়ে গিয়েছে। গত বছর দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের অধীনস্থ বেশ কিছু এলাকায় বাঘের আনাগোনা বেড়েছিল। তার ফলে উদ্বেগে ছিলেন অফিসাররা। সে কথা মাথায় রেখেই ব্যাঘ্র প্রকল্প এলাকায় কোনও অরক্ষিত বনাঞ্চল রাখতে রাজি নন তাঁরা। তাই নেট টাঙানো নিয়ে তৎপরতা শুরু হয়েছে।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: গ্রামে বাঘ ঢোকা রুখতে নতুন জাল টাঙানোর প্রস্তুতি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement