মেয়েরা বড় হোক, স্বপ্ন দেখেন অভাবী-উপবাসে থাকা জাবিয়া-আসমারা

Last Updated:
#মিনাখাঁ: ‘টাকা পয়সা নেই ৷ মাস গেলে কোনওরকমে টেনেটুনে ৫ থেকে ৬ হাজার টাকা রোজগার হয় ৷ তাও কোনও কোনও মাসে হয়তো আরও কম ৷ মাসের শেষের দিনগুলোতে বাচ্চাদের মুখে খাবার জোটাতে গিয়ে মাঝে মধ্যে নিজেরাই খেতে পাই না জানো ?’ কথাগুলো বলতে বলতেই চোখের কোনটা ভিজে উঠছিল জাবিয়া-ছাইমা-আসমাদের ৷ আর কথা বলতে পারলেন না তারা....
কেমন আছেন গ্রাম বাংলার মানুষ ? সপ্তম দফার নির্বাচনের আগে সেই খোঁজ করতেই পৌঁছে গিয়েছিলাম বসিরহাট লোকসভা কেন্দ্রের মিনাখাঁর টাপলা কুশাংরা গ্রামে ৷ সেখানেই আলাপ হয় জাবিয়া, ছাইমা এবং আসমাদের সঙ্গে ৷ ঘরে ঢুকতেই প্রশ্ন ভেসে এল ! ‘শহর থেকে এইছেন ?’ চোখে মুখে যেন এক অবাক চাহনি ! উত্তর হ্যাঁ হতেই তিন বউ সাদরে আপ্যায়ন জানাল আমাদের ৷ ক্যামেরা-ট্রাইপড-বুম-লাইট-ফোন এসব দেখে ছোট ছোট ছেলেমেয়েদের মুখে বিস্ময় যেন আর কাটতেই চাইছে না ৷ কথায় কথায় জানতে পারলাম জাবিয়া, ছাইমা, আসমা এরা একই পরিবারের তিন বউ, বড়-মেজ-ছোট ৷ স্বামী-ছেলে-মেয়ে নিয়ে ভরা সংসার ৷
advertisement
একটাই বাড়ি ৷ পাশাপাশি টালির ছাউনি দেওয়া তিনটে ঘর ৷ সেখানেই কোনওমতে থাকেন তিন ভাই ৷ কথায় কথায় জানতে পারলাম, বাড়ির বড় ছেলে রাস্তায় রাস্তায় হকারি করেন ৷ আর মেজ ছেলে বাড়ির সামনেই একটি মুদি দোকানে চাল-ডাল আর টুকটাক আনাজপাতি বিক্রি করেন ৷ সব মিলিয়ে মাসে ৫ থেকে ৬ হাজার টাকা রোজগার ৷ আর ছোট ছেলে ? সবার মুখেই আমতা আমতা ৷ বুঝলাম, তেমন কিছুই কাজ সে এখনও জোটাতে পারেনি ৷ তাহলে সংসার চলে কীভাবে ? প্রশ্ন করতেই জানা গেল, বাড়ির ছেলে মেয়েরাই কখনও শাড়ি, লেহেঙ্গা তৈরি করে কিংবা বাড়ি বাড়ি ইলেকট্রিকের কাজ করেই মাসের শেষে একটা মোটা টাকা তারা মা-বাবার হাতে তুলে দেয় ৷ সেই টাকাতেই চলে সংসার ৷
advertisement
advertisement
অন্যদিকে, সরকারি সুযোগ সুবিধে না মেলায় ৷ তাদের মনেও ক্ষোভ বাড়ছে ৷ তাঁদের দাবি, ‘সরকারি সুবিধে কিছুই পাইনা দিদি ৷ না পাই ২ টাকা কিলো দরে চাল ৷ কোনও খাদ্যসুরক্ষার কার্ডও পাইনি ৷ এ দোর ও দোর ঘুরেছি ৷ ফর্ম ফিল আপও করেছি ৷ কিন্তু পাই না কার্ড ৷ কেউ বলেই না কীভাবে পাব এই সমস্ত সুযোগ সুবিধা ৷ ঘর বাড়িও তৈরি করতে পারলাম না ৷’
advertisement
তবে, এই অভাব-অনটনের মধ্যেও পাঁচ সন্তানকে নিয়ে স্বপ্ন দেখেন তাঁরা ৷ অভাবের মধ্যে পড়েও মেয়েদের বিয়ে দিতে রাজি নন তাঁরা ৷ তাঁদের ইচ্ছে, মেয়ে শহরের কলেজ থেকে স্নাতক পাশ করুক ৷ এরপর বড় কলেজের অধ্যাপক হোক ৷ অনেক বড় হোক তারা ৷ কিন্তু কীভাবে এই স্বপ্ন পূরণ হবে ? সেই প্রশ্নের উত্তর নেই এঁদের কাছে ৷ শহরের কলেজে পড়াতে অনেক খরচ ৷ সেটা জানেন আসমারা ৷ কিন্তু স্বপ্ন দেখতে ভোলেন না ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মেয়েরা বড় হোক, স্বপ্ন দেখেন অভাবী-উপবাসে থাকা জাবিয়া-আসমারা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement