Poush Mela Shantiniketan 2024: আনন্দের খবর! পৌষমেলা নিয়ে চূড়ান্ত বৈঠক আগামী সপ্তাহে! কোথায়-কবে জানা যাবে বিস্তারিত
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Poush Mela Shantiniketan 2024: বীরভূমের বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা নিয়ে চূড়ান্ত বৈঠক আগামী সপ্তাহে। রীতি-ঐতিহ্য পরম্পরা মেনেই ২০১৯ সালের পর শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতীর আয়োজনে এবছর পূর্বপল্লির মাঠেই হতে চলেছে ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষমেলা।
বীরভূম: বীরভূমের বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা নিয়ে চূড়ান্ত বৈঠক আগামী সপ্তাহে। রীতি-ঐতিহ্য পরম্পরা মেনেই ২০১৯ সালের পর শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতীর আয়োজনে এবছর পূর্বপল্লির মাঠেই হতে চলেছে ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষমেলা। সম্প্রতি, কর্মী পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে মিলেছে সম্মতি। আর তারপরেই কার্যত খুশির হাওয়া পর্যটকদের মধ্যে।
তাই ২৫ নভেম্বর, সোমবার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসতে চলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট। এমনটাই সূত্রের খবর। বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের বেলা ১১ টায় উপস্থিত থাকার কথা রাজ্যর কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বীরভূমের জেলাশাসক বিধান রায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, শ্রীনিকেতন- শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ, বোলপুর পুরসভা-সহ জেলার প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।
advertisement
advertisement
ইতিমধ্যেই জেলা প্রশাসনকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছে বিশ্বভারতী। আর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে আশ্বাস পাওয়ার পরেই বিশ্বভারতীর কর্মসমিতির রুদ্ধদ্বার বৈঠক রয়েছে। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেনের নেতৃত্বেই আগামী সপ্তাহে কর্মসমিতির বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। কারণ আচার্য, পরিদর্শক, রেক্টর মনোনীত সদস্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ভারপ্রাপ্ত উপাচার্য-সহ প্রাক্তন অধ্যাপকদের অনুমোদনেই পৌষমেলার যাবতীয় পরিকল্পনা নেওয়া হবে।পাশাপাশি পরিবেশ আইন ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকা মেনেই ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষমেলা সম্পন্ন করতেই পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
advertisement
আরও পড়ুনঃ ফুল দেখলেই গন্ধ শোঁকেন? কিন্তু কোন কোন ফুলে গন্ধ নেই জানেন! গন্ধ না থাকার কারণ শুনে চমকে যাবেন
উল্লেখ্য, ২০২৩ সালে বিশ্বভারতীর প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিক শর্তসাপেক্ষে বীরভূম জেলা প্রশাসনকে মেলা করার জন্য পূর্বপল্লির মাঠ ভাড়া হিসাবে দিলেও তা নিয়ে বেশ জলঘোলা হয়। যদিও গত বছর রাজ্য প্রশাসন জেলা প্রশাসনের সহযোগিতায় বিকল্প পৌষমেলার আয়োজন করে।শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষমেলা বন্ধ করে দেওয়াকে নিয়ে নিন্দা ঝড় ওঠে সর্বত্র। তবে এ বছর অবশ্য কোনও জটিলতা ছাড়াই ১৩০ তম পৌষ উৎসবের আয়োজনের প্রস্তুতি শুরু করেছে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2024 1:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Poush Mela Shantiniketan 2024: আনন্দের খবর! পৌষমেলা নিয়ে চূড়ান্ত বৈঠক আগামী সপ্তাহে! কোথায়-কবে জানা যাবে বিস্তারিত