Poush Mela 2023: কাটল জট, শান্তিনিকেতনে হচ্ছে পৌষ মেলা! চলবে পাঁচ দিন

Last Updated:

গত তিন বছর ধরেই পৌষ মেলা আয়োজনের দায়িত্ব নিতে চায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ৷

পৌষ মেলা নিয়ে কাটল জট৷ ফাইল ছবি, পিটিআই
পৌষ মেলা নিয়ে কাটল জট৷ ফাইল ছবি, পিটিআই
শান্তিনিকেতন: অবশেষে পৌষ মেলা নিয়ে কাটল জট৷ আগামী ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে মেলা৷ অন্যান্য বারের মতো শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠেই হবে পৌষ মেলা৷ এ দিন সবপক্ষকে নিয়ে বৈঠকের পর এ কথা জানিয়েছেন বীরভূমের জেলাশাসক বিধান রায়৷ বীরভূম জেলা প্রশাসনই এবারের মেলার মূল উদ্যোক্তা৷
গত তিন বছরের মতো এবারেও তারা পৌষ মেলার আয়োজন করতে পারবে না বলে জানিয়ে দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ বিশ্বভারতীর এই সিদ্ধান্ত নিয়ে স্থানীয় ব্যবসায়ী সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়৷ মেলার আয়োজনে তৎপর হয় জেলা প্রশাসন৷ মেলার আয়োজন নিয়ে আজ সবপক্ষকে নিয়ে বৈঠকে বসেছিলেন জেলাশাসক৷ সেখানেই মেলার আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়৷
advertisement
advertisement
এবারের মেলার মূল আয়োজনের দায়িত্বে থাকবে বীরভূম জেলা প্রশাসন৷ জেলাশাসক জানিয়েছেন, মেলার আয়োজনে বিশ্বভারতী, শান্তিনিকেতন ট্রাস্ট, বোলপুর ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে বিভিন্ন সংগঠন সহযোগিতা করবে।
গত তিন বছর ধরেই পৌষ মেলা আয়োজনের দায়িত্ব নিতে চায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ ২০২০ সাল থেকে বাংলা সংস্কৃতি মঞ্চ নামে একটি সংগঠনের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় পৌষ মেলার আয়োজন করা হয়েছিল৷ এবার সরাসরি জেলা প্রশাসনই সেই দায়িত্ব হাতে নিল৷ তবে এ দিনও মেলা আয়োজনের বৈঠককে কেন্দ্র করে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব সামনে এসেছে৷ বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে বেরিয়ে যান বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ৷ সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরীর পাশের চেয়ারে বসা নিয়ে আপত্তির কারণেই কাজল শেখ বৈঠকের মাঝপথে বেরিয়ে যান বলে সূত্রের খবর৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Poush Mela 2023: কাটল জট, শান্তিনিকেতনে হচ্ছে পৌষ মেলা! চলবে পাঁচ দিন
Next Article
advertisement
Jerusalem Bus Attack: বাসের ভিতরে এলোপাথাড়ি গুলি, জেরুজালেমের রাস্তায় ভয়ঙ্কর দৃশ্য, পর পর মৃত্যু! ইজরায়েলের হুঁশিয়ারির বদলা নিল হামাস?
বাসের ভিতরে এলোপাথাড়ি গুলি, জেরুজালেমে বড়সড় হামলা, মৃত্যু! হুঁশিয়ারির বদলা নিল হামাস?
  • জেরুজালেমে বাসে বড়সড় হামলা৷

  • মৃত অন্তত ৪, আহত ১৫৷

  • ইজরায়েলের হুঁশিয়ারির পরই বদলা নিল হামাস?

VIEW MORE
advertisement
advertisement