Poush Mela 2023: কাটল জট, শান্তিনিকেতনে হচ্ছে পৌষ মেলা! চলবে পাঁচ দিন

Last Updated:

গত তিন বছর ধরেই পৌষ মেলা আয়োজনের দায়িত্ব নিতে চায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ৷

পৌষ মেলা নিয়ে কাটল জট৷ ফাইল ছবি, পিটিআই
পৌষ মেলা নিয়ে কাটল জট৷ ফাইল ছবি, পিটিআই
শান্তিনিকেতন: অবশেষে পৌষ মেলা নিয়ে কাটল জট৷ আগামী ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে মেলা৷ অন্যান্য বারের মতো শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠেই হবে পৌষ মেলা৷ এ দিন সবপক্ষকে নিয়ে বৈঠকের পর এ কথা জানিয়েছেন বীরভূমের জেলাশাসক বিধান রায়৷ বীরভূম জেলা প্রশাসনই এবারের মেলার মূল উদ্যোক্তা৷
গত তিন বছরের মতো এবারেও তারা পৌষ মেলার আয়োজন করতে পারবে না বলে জানিয়ে দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ বিশ্বভারতীর এই সিদ্ধান্ত নিয়ে স্থানীয় ব্যবসায়ী সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়৷ মেলার আয়োজনে তৎপর হয় জেলা প্রশাসন৷ মেলার আয়োজন নিয়ে আজ সবপক্ষকে নিয়ে বৈঠকে বসেছিলেন জেলাশাসক৷ সেখানেই মেলার আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়৷
advertisement
advertisement
এবারের মেলার মূল আয়োজনের দায়িত্বে থাকবে বীরভূম জেলা প্রশাসন৷ জেলাশাসক জানিয়েছেন, মেলার আয়োজনে বিশ্বভারতী, শান্তিনিকেতন ট্রাস্ট, বোলপুর ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে বিভিন্ন সংগঠন সহযোগিতা করবে।
গত তিন বছর ধরেই পৌষ মেলা আয়োজনের দায়িত্ব নিতে চায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ ২০২০ সাল থেকে বাংলা সংস্কৃতি মঞ্চ নামে একটি সংগঠনের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় পৌষ মেলার আয়োজন করা হয়েছিল৷ এবার সরাসরি জেলা প্রশাসনই সেই দায়িত্ব হাতে নিল৷ তবে এ দিনও মেলা আয়োজনের বৈঠককে কেন্দ্র করে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব সামনে এসেছে৷ বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে বেরিয়ে যান বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ৷ সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরীর পাশের চেয়ারে বসা নিয়ে আপত্তির কারণেই কাজল শেখ বৈঠকের মাঝপথে বেরিয়ে যান বলে সূত্রের খবর৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Poush Mela 2023: কাটল জট, শান্তিনিকেতনে হচ্ছে পৌষ মেলা! চলবে পাঁচ দিন
Next Article
advertisement
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা...', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তীব্র কটাক্ষ মমতার
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তোপ মমতার
  • সংসদে 'বন্দে মাতরম' বিতর্কে প্রধানমন্ত্রী মোদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা' বলে সম্বোধন করেন. তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদ জানায়. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে কটাক্ষ করে বলেন, "বঙ্কিমচন্দ্রকে যথাযথ সম্মান দেননি."

VIEW MORE
advertisement
advertisement