Student Saving Habit: স্কুলের তৈরি 'ব্যাঙ্কে' বদলে যাচ্ছে শিশুদের ভবিষ্যত! জাঙ্কফুডের বদলে টিফিনের টাকা জমছে ভাঁড়ে

Last Updated:

Student Saving Habit: প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে ‘আমার ব্যাংক’ প্রকল্প! পড়ুয়াদের সঞ্চয়ের পাঠ দিতে বিশেষ উদ্যোগ শিক্ষক-শিক্ষিকাদের।

+
লক্ষীর

লক্ষীর ভাঁড় হাতে পড়ুয়ারা 

পটাশপুর, মদন মাইতি: প্রাথমিক স্তরের পড়ুয়াদের শেখানো হচ্ছে সঞ্চয়ের পাঠ। এক অভিনব উদ্যোগ নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের ইটাচনা প্রাথমিক বিদ্যালয়। শিক্ষাদানের পাশাপাশি সঞ্চয়ের গুরুত্ব বোঝাতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা তৃতীয় ও চতুর্থ শ্রেণির প্রতিটি ছাত্রছাত্রীকে দিয়েছেন একটি করে মাটির ভাঁড়। প্রতিটি ভাঁড়ে লেখা রয়েছে পড়ুয়ার নাম, আর সেই ভাঁড় রাখা হয়েছে স্কুলেই। টিফিন খরচের টাকা হোক কিংবা আত্মীয়-স্বজনের দেওয়া ছোট্ট উপহারস্বরূপ কিছু টাকা, সবটাই এখন খরচ না করে পড়ুয়ারা জমা করছে নিজের নাম লেখা মাটির ভাঁড়ে। বিদ্যালয়ের উদ্যোগে ‘আমার ব্যাংক’ নামে এই প্রকল্পে ছাত্রছাত্রীদের শেখানো হচ্ছে ছোট থেকেই কীভাবে টাকা সঞ্চয় করতে হয়। এই উদ্যোগে খুশি অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।
স্কুলে মিড-ডে-মিলের ব্যবস্থা থাকা সত্ত্বেও অনেক পড়ুয়া প্রতিদিন টিফিন খরচ বাবদ বাড়ি থেকে টাকা নিয়ে আসে। সেই টাকা দিয়ে তারা বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবার কিনে খেত। ঠিক সেই অভ্যাস বদলাতেই শিক্ষক-শিক্ষিকাদের এই উদ্যোগ। এখন টিফিনের টাকা হাতে পেলেই পড়ুয়ারা নিজেদের ভাঁড়ের দিকে ছুটে যায়। আনন্দ করে নিজের টাকা ভরে দেয় ভাঁড়ের ভেতর। ভাঁড়গুলি বিদ্যালয়ের নির্দিষ্ট ঘরে সারি করে রাখা রয়েছে, আর প্রতিদিন স্কুল ছুটির আগে শিক্ষকরা দেখে নেন কোন কোন ছাত্রছাত্রী সঞ্চয় করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন কল্যাণ প্রধান বলেন, পড়ুয়ারা শুধু বাইরের জাঙ্ক ফুড কেনা কমায়নি, বাচ্চাদের মধ্যে দায়িত্ববোধ এবং টাকা সঞ্চয়ের প্রবণতাও বেড়েছে।
advertisement
আরও পড়ুন : ব্যবসার পরিকল্পনা থাকলে এই সুযোগ মিস করবেন না! ঋণ থেকে লাইসেন্স, শিল্পের সব সমাধান এক ছাতার তলায়
আত্মীয়স্বজনদের দেওয়া টাকাও আগে অনেক সময় ভুল জিনিসে খরচ করে ফেলত ছোটরা। কখনও খেলনা, কখনও চকোলেট। কিন্তু সঠিক আর্থিক অভ্যাস গড়ে উঠছিল না। এবার ‘আমার ব্যাংক’ প্রকল্পে সেই অর্থও বাচ্চারা জমাতে পারছে নিজেরাই। শিক্ষকরা বলছেন, “শুধু টাকা জমানো নয়, বরং টাকার মূল্য বোঝানোই আমাদের লক্ষ্য।” প্রতিদিন কত টাকা জমাল, কখন জমাল, এসব হিসেব নিজেরাই দেখে নিচ্ছে ছাত্ররা। এতে একদিকে সঞ্চয়ের আনন্দ পাচ্ছে, অন্যদিকে ছোট থেকেই তৈরি হচ্ছে শৃঙ্খলা ও পরিকল্পনার মানসিকতা। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা আশা করছেন, এই প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে আর্থিকভাবে আরও সচেতন ও দায়িত্ববান হবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিদ্যালয় থেকে পড়ুয়ারা যখন ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে বিদায় নেবে, তখনই তাদের হাতে তুলে দেওয়া হবে সেই সঞ্চয়ে ভরা মাটির ভাঁড়। দীর্ঘদিনের সঞ্চিত টাকা একবারে হাতে পেয়ে পড়ুয়ারা যেমন খুশি হবে, তেমনই সেটা কাজে লাগাতে পারবে নিজের প্রয়োজন অনুযায়ী। কেউ স্কুল সামগ্রী কিনতে পারবে, কেউ ব্যক্তিগত কোনও জরুরি কাজে ব্যবহার করতে পারবে। অভিভাবকেরাও বলছেন, ছোট বয়সে এই শেখানোই বড় হয়ে জীবনে কাজে লাগবে। কারণ সঞ্চয়ের অভ্যাস একবার তৈরি হলে তা আজীবন জীবনের সঙ্গী হয়ে থাকে। ইটাচনা প্রাথমিক বিদ্যালয়ের এই উদ্যোগ তাই এখন এলাকার অন্যতম দৃষ্টান্ত। কম পয়সা, ছোট উদ্যোগ, অথচ এই উদ্যোগের শিক্ষামূলক মূল্য অপরিসীম।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Student Saving Habit: স্কুলের তৈরি 'ব্যাঙ্কে' বদলে যাচ্ছে শিশুদের ভবিষ্যত! জাঙ্কফুডের বদলে টিফিনের টাকা জমছে ভাঁড়ে
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement