Nadia News: বাংলাদেশের সুগার মিলের বর্জ্যে ভারতের নদীতে দূষণের অভিযোগ!
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Sipra Roy
Last Updated:
বাংলাদেশের দর্শনার কেরু এন্ড কোম্পানির সুগার মিলের দূষিত জল ফেলা হচ্ছে মাথাভাঙ্গা নদীতে। মাথাভাঙ্গা নদীর দূষিত জল পড়ছে চূর্ণীতে। দূষিত জলের মাত্রা এত বেশি যে নদীতে সমস্ত মাছ মরে গিয়েছে।
কৃষ্ণগঞ্জ: নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তবর্তী গ্রাম বিজয়পুর। এই গ্রামের একদিকে বাংলাদেশ অন্যদিকে ভারত। দুই দেশের মধ্যে দিয়ে বয়ে চলেছে মাথাভাঙ্গা নদী। বাংলাদেশের দর্শনার কেরু এন্ড কোম্পানির সুগার মিল রয়েছে। এই সুগার মিলের দূষিত জল ফেলা হচ্ছে মাথাভাঙ্গা নদীতে। যেহেতু নদীর গতিপথ ভারতের দিকে সেই জন্য এই দূষিত জল প্রবেশ করছে মাথাভাঙ্গা নদী দিয়ে ভারতে । আবার ভারতে প্রবেশ করার পর তিনটি নদীর উৎস মুখে পড়ছে এই দূষিত জল । মাথাভাঙ্গা নদীর একদিকে বয়ে চলেছে চূর্ণী অন্যদিকে ইছামতি । যদিও ইছামতির উৎস মুখে এখন জল নেই । মাথাভাঙ্গা নদীর দূষিত জল পড়ছে চূর্ণীতে। দূষিত জলের মাত্রা এত বেশি যে নদীতে সমস্ত মাছ মরে গিয়েছে। এমনকি জলের পোকা পর্যন্ত মরে গেছে।
আরও পড়ুন: নবদ্বীপের বর, ব্রাজিলের কনে! মহাপ্রভুর ভূমিতে বাঙালি প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বিদেশিনী ম্যানুয়েলার
সরকারের পক্ষ থেকে গরিব মানুষের চাষের জন্য এই নদীকে কেন্দ্র করে তৈরি হয়েছে বহু রিভার পাম্প। য অল্প পয়সার বিনিময়ে জমিতে চাষ আবাদ করেন এই জলে । বর্তমানে কৃষকেরা এই দূষিত জল জমিতে দিলেই ফসল নষ্ট হয়ে যাচ্ছে। দুর্গন্ধে নদী তীরের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন । অতিরিক্ত মাত্রায় দূষণ ছড়াচ্ছে সীমান্তবর্তী তথা নদী তীরবর্তী গ্রামগুলিতে । এই নদীকে কেন্দ্র করে হাজার হাজার মৎস্যজীবী তাদের জীবন-নির্ভর করতেন । নদীতে মাছ নষ্ট হয়ে যাওয়াই এখন তারা হয়ে পড়েছেন বেকার । তাইতো বাধ্য হয়ে বাইরে কাজে যেতে বাধ্য হচ্ছেন মৎস্যজীবীরা । গ্রামবাসীরা স্থানীয় বিডিও , ডিএম ,জেলা পরিষদের সভাধিপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রীকে তাদের সমস্যার কথা বারবার জানিয়েছেন। কোন ফল হয়নি।
advertisement
advertisement
দূষণ নিয়ন্ত্রণপরিষদের পক্ষ থেকে সরকারি আধিকারিকরা আসেন মাঝেমধ্যে এই জলের নমুনা সংগ্রহ করে নিয়ে যান। তারাও স্বীকার করেছেন এই দূষিত জলে কোনরকম ভাবেই মাছের বেঁচে থাকা সম্ভব নয় । তারাও নাকি সরকারকে রিপোর্ট দিয়েছেন। কোন কাজ হয়নি। স্থানীয় বাসিন্দা বিদ্যুৎ কুমার বিশ্বাস জানিয়েছেন তাদের এলাকার সমস্যার কথা । একদিকে মাছ মরে নদী পাড়ের মৎস্যজীবীদের জীবিকা নষ্ট হচ্ছে। অন্যদিকে নদীপাড়ের বাসিন্দারা এই জলে স্নান করে চর্মরোগে ভুগছেন । নষ্ট হচ্ছে নদী পাড়ের বাসিন্দাদের জীবন ও জীবিকা ।ব্লক জেলা রাজ্য এমনকি কেন্দ্র সরকারকে জানিয়েও কোন কাজ হয়নি ফলে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে । । কবে মিটবে তাদের সমস্যা? আদৌ কি সরকার তাদের প্রতি দৃষ্টি দেবে প্রশ্ন অনেক উত্তর অজানা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 24, 2024 3:51 PM IST






