Police: এক ঘরে পাঁচ মহিলা, ১৭ জন পুরুষ! বজবজে যা ঘটছিল, টানতে-টানতে নিয়ে গেল পুলিশ

Last Updated:

Police: ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগে কেউই কখনও বজবজ থানায় মৌখিক বা লিখিত কোনও অভিযোগই এ বিষয়ে করেনি।

ফাইল ছবি
ফাইল ছবি
বজবজ: ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্র কানন শিশু উদ্যানের পাশে দীর্ঘদিন ধরেই চলছিল দেহ ব্যবসার রমরমা কারবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ স্থানীয় এক গৃহবধূকে এক ক্রেতা কটুক্তি করায় বচসা বাঁধে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে ঘটনাস্থলে বজবজ থানার পুলিশকে যেতে হয়।
তখনই আশেপাশের মানুষজন পুলিশকে জানায়, দীর্ঘদিন ধরেই এই এলাকায় মধুচক্রের আসর বসে। বাইরের বিভিন্ন লোকজন এখানে এসে প্রায়শই এলাকার মানুষজনকেও কটুক্তি করে। তাদের এমনও দাবি, এক প্রভাবশালী নেতার শ্যালিকা এই দেহ ব্যবসার কারবারটি চালায়। সেই কারণেই বহুবার অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি।
advertisement
advertisement
তবে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগে কেউই কখনও বজবজ থানায় মৌখিক বা লিখিত কোনও অভিযোগই এ বিষয়ে করেনি। রবিবার রাতেই বজবজ থানার পুলিশ ওই মধুচক্রের আসর থেকে রিংকি বিবি সহ পাঁচ মহিলা এবং ১২ জন পুরুষকে গ্রেফতার করে বজবজ থানায় নিয়ে আসে।
তাদের বিরুদ্ধে ইমমরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্টে মামলা রুজু করে আলিপুর কোর্টে পাঠানো হয়। যদিও সমগ্র ঘটনায় স্থানীয়রা মুখে কুলুপ এঁটেছেন, তারা কেউই প্রকাশ্যে এই ব্যাপারে কিছু বলতে চাইছেন না। জানা গিয়েছে, রিংকি বিবির ঘর ভাড়া করেই মোট চারজন দালাল এই ব্যবসাটি চালাচ্ছিল।
advertisement
—সমীর মণ্ডল
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Police: এক ঘরে পাঁচ মহিলা, ১৭ জন পুরুষ! বজবজে যা ঘটছিল, টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement