Police: ৩ দিন ধরে ব্যস্ত রাস্তায় পড়ে কন্টেনার! ভিতরে কী? খুলতেই পুলিশের চক্ষু চড়কগাছ!
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
Police: গাজিয়াবাদের থেকে ধূলাগড়ের উদ্দেশেআসা ওই পণ্যবাহী কন্টেনারটির হদিশ মিলল কল্যাণী এক্সপ্রেসের ধারে বাসুদেবপুর মোড় এলাকায়।
উত্তর ২৪ পরগনা: অবশেষে গত তিন দিন ধরে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর বাসুদেবপুর মোড়ের কাছে পড়ে থাকা কন্টেইনার রহস্যের জাল ভেদ করল পুলিশ। বেশ কয়েকদিন ধরেই নিখোঁজ ছিল ভিন রাজ্যের থেকে আসা এই পণ্যবাহী কন্টেনারটি বলেই বেসরকারি ট্রান্সপোর্ট কোম্পানির দাবি।
অবশেষে গাজিয়াবাদের থেকে ধূলাগড়ের উদ্দেশেআসা ওই পণ্যবাহী কন্টেনারটির হদিশ মিলল কল্যাণী এক্সপ্রেসের ধারে বাসুদেবপুর মোড় এলাকায়। কিন্তু গত তিনদিন ধরে এই জায়গায় কন্টেইনারটি রেখে চালক ও খালাসী চম্পট দেয় বলেই অভিযোগ। অবশেষে পুলিশের উপস্থিতিতে কন্টেনার খুলতেই রীতিমতো চক্ষু চড়কগাছ।
advertisement
advertisement
নামি কোম্পানির পণ্যবাহী ট্রেলারে পাচার হচ্ছিল বিপুল পরিমাণ নিষিদ্ধ তরল! তবে গাড়িটিতে কোম্পানির থেকে বের হওয়ার সময় যে শিলমোহর দেওয়া হয়েছিল, পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই শিলমোহরও ভাঙা। তবে কিভাবে এই পণ্যবাহী কন্টেনার এই জায়গায় আসল!
advertisement
মাঝপথে নামী কোম্পানির পণ্য কিভাবে বদল হল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। খোঁজ চলছে চালক ও খালাসীর। তবে বেশ কয়েকদিন ধরে বাসুদেবপুর এলাকায় এই কন্টেনারকে ঘিরে যে আতঙ্ক তৈরি হয়েছিল, তা কিছুটা হলেও কাটাল বলেই মনে করছে এলাকাবাসীরা।
—— Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 12, 2024 2:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Police: ৩ দিন ধরে ব্যস্ত রাস্তায় পড়ে কন্টেনার! ভিতরে কী? খুলতেই পুলিশের চক্ষু চড়কগাছ!