Police: ৩ দিন ধরে ব্যস্ত রাস্তায় পড়ে কন্টেনার! ভিতরে কী? খুলতেই পুলিশের চক্ষু চড়কগাছ!

Last Updated:

Police: গাজিয়াবাদের থেকে ধূলাগড়ের উদ্দেশেআসা ওই পণ্যবাহী কন্টেনারটির হদিশ মিলল কল্যাণী এক্সপ্রেসের ধারে বাসুদেবপুর মোড় এলাকায়।

কন্টেনার থেকেই উদ্ধার নিষিদ্ধ তরল
কন্টেনার থেকেই উদ্ধার নিষিদ্ধ তরল
উত্তর ২৪ পরগনা: অবশেষে গত তিন দিন ধরে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর বাসুদেবপুর মোড়ের কাছে পড়ে থাকা কন্টেইনার রহস্যের জাল ভেদ করল পুলিশ। বেশ কয়েকদিন ধরেই নিখোঁজ ছিল ভিন রাজ্যের থেকে আসা এই পণ্যবাহী কন্টেনারটি বলেই বেসরকারি ট্রান্সপোর্ট কোম্পানির দাবি।
অবশেষে গাজিয়াবাদের থেকে ধূলাগড়ের উদ্দেশেআসা ওই পণ্যবাহী কন্টেনারটির হদিশ মিলল কল্যাণী এক্সপ্রেসের ধারে বাসুদেবপুর মোড় এলাকায়। কিন্তু গত তিনদিন ধরে এই জায়গায় কন্টেইনারটি রেখে চালক ও খালাসী চম্পট দেয় বলেই অভিযোগ। অবশেষে পুলিশের উপস্থিতিতে কন্টেনার খুলতেই রীতিমতো চক্ষু চড়কগাছ।
advertisement
advertisement
নামি কোম্পানির পণ্যবাহী ট্রেলারে পাচার হচ্ছিল বিপুল পরিমাণ নিষিদ্ধ তরল! তবে গাড়িটিতে কোম্পানির থেকে বের হওয়ার সময় যে শিলমোহর দেওয়া হয়েছিল, পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই শিলমোহরও ভাঙা। তবে কিভাবে এই পণ্যবাহী কন্টেনার এই জায়গায় আসল!
advertisement
মাঝপথে নামী কোম্পানির পণ্য কিভাবে বদল হল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। খোঁজ চলছে চালক ও খালাসীর। তবে বেশ কয়েকদিন ধরে বাসুদেবপুর এলাকায় এই কন্টেনারকে ঘিরে যে আতঙ্ক তৈরি হয়েছিল, তা কিছুটা হলেও কাটাল বলেই মনে করছে এলাকাবাসীরা।
—— Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Police: ৩ দিন ধরে ব্যস্ত রাস্তায় পড়ে কন্টেনার! ভিতরে কী? খুলতেই পুলিশের চক্ষু চড়কগাছ!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement