Saigal Hossain: সব চেষ্টা ব্যর্থ, পুলিশি প্রহরায় দিল্লি গেলেন সায়গল! আরও চাপে অনুব্রত
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
#দীপক শর্মা, আসানসোল: মরিয়া চেষ্টা করেছিলেন৷ কিন্তু লাভ হল না৷ শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি পেল ইডি৷ সেই মতো আজই অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে আজই দিল্লি নিয়ে গেল রাজ্য পুলিশের একটি বিশেষ দল৷ দিল্লিতে ইডি-র হাতে তুলে দেওয়া হবে সায়গলকে৷
গরু পাচার মামলায় সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চেয়েছিল ইডি৷ যদিও প্রথমে নিম্ন আদালত, তার পরে কলকাতা হাইকোর্ট এই মামলায় হস্তক্ষেপ করতে চায়নি৷
advertisement
এর পরেই দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে আবেদন জানায় ইডি৷ দিল্লির ওই আদালত সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার জন্য ইডি-কে অনুমতি দেয়৷ নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করেন সায়গল৷ যদিও নিম্ন আদালতের রায়ই বহাল রাখে দিল্লি হাইকোর্ট৷ শেষ চেষ্টা হিসেবে দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেন অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী৷ কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চও সায়গলের আবেদনে সাড়া দেয়নি৷
advertisement
আরও পড়ুন: দুর্গা পুজোয় ১২ দিন, কালী পুজোয় টানা ৯ দিন! ২০২৩-এ রাজ্য সরকারি কর্মীদের আরও লম্বা ছুটি
সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টের রায় বহাল রাখায় সায়গলকে ইডি-র হাতে তুলে দেওয়া ছাড়া উপায় ছিল না৷ সেই মতো এ দিন বিকেল ৪.১৫ মিনিট নাগাদ সায়গল হোসেনকে নিয়ে দিল্লি রওনা দেয় পুলিশ৷ বিকেল ৪.১৫ মিনিট নাগাদ আসানসোল থেকে শিয়ালদহ- অমৃতসর বাঘ এক্সপ্রেসে সায়গলকে নিয়ে দিল্লি রওনা হন পুলিশকর্মীরা৷ আসানসোল জেলেই বন্দি ছিলেন সায়গল৷
advertisement
পুলিশের একজন এসআই, একজন এএসআই এবং ছ' জন কনস্টেবল সায়গলের সঙ্গে দিল্লি গিয়েছেন৷ সায়গল হোসেনকে ইডি দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার অনুমতি পাওয়ায় অনুব্রত মণ্ডলের উপরেও নিঃসন্দেহে চাপ বাড়ল৷ কারণ প্রথম থেকেই ইডি এবং সিবিআই-এর অভিযোগ, গরু পাচারের বেআইনি কারবারে অনুব্রতর ডান হাত ছিলেন সায়গল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 21, 2022 7:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saigal Hossain: সব চেষ্টা ব্যর্থ, পুলিশি প্রহরায় দিল্লি গেলেন সায়গল! আরও চাপে অনুব্রত