South 24 Parganas News: প্রণাম- সচেতনতা শিবিরের মাধ্যমে ভাঙড়ে বয়স্কদের পাশে পুলিশ

Last Updated:

বয়স্ক নাগরিকদের অধিকার নিয়ে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের উদ্যোগে 'প্রণাম' শীর্ষক সচেতনতা| পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপস্থিত প্রবীণ নাগরিকরা

+
বয়স্ক

বয়স্ক নাগরিকদের পাশে পুলিশ 

দক্ষিণ ২৪ পরগনা: বয়স্ক নাগরিকদের অধিকার নিয়ে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের উদ্যোগে ‘প্রণাম’ শীর্ষক সচেতনতা। বিভিন্ন সময় দেখা যায় প্রবীণ নাগরিকরা বাড়িতেই নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। অনেক অসহায় বৃদ্ধ-বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেন ছেলে মেয়েরা। এক্ষেত্রে তার কি প্রতিকার এবং বয়স্ক নাগরিকরা কিভাবে আইনি সহযোগিতা পাবেন তা মূলত এদিন ওই অনুষ্ঠানে তুলে ধরা হয়।
২০০৭ সালে লোকসভায় একটি নতুন আইন পাস হয়েছে। সেখানে বলা হচ্ছে, পিতা মাতা ও বয়স্ক নাগরিকগনের ভরণ পোষণ এবং কল্যাণমূলক আইন। আইনে বলা হয়েছে বাবা-মায়ের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে ছেলে মেয়েকে। নতুন আইনে বলা হয়েছে বাবা-মায়েরআরও পড়ুন: প্রতি অন্যায় অবিচার হলে তাঁরা মহকুমা শাসকের দ্বারস্থ হতে পারেন। যদি দেখা যায় কোন বাবা-মা তার সমস্ত সম্পত্তি ছেলে মেয়ের নামে লিখে দিয়েছেন, অথচ ছেলেমেয়েরা বৃদ্ধ বাবা মাকে দেখছেন না। তাহলে সে ক্ষেত্রে নতুন আইনে বলা হয়েছে বাবা-মা চাইলে তাঁর সম্পত্তি ফেরত নিয়ে নিতে পারেন।
advertisement
advertisement
পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপস্থিত প্রবীণ নাগরিকরা। বয়স্ক নাগরিকরা ব্যাঙ্কে পেনশন তুলতে গেলে সাধারন মানুষের সঙ্গে লাইনে দীর্ঘক্ষণ দাঁড়াতে হয়। অনেক অসুস্থ হয়ে পড়েন। বাসে, ট্রেনে, বয়স্ক নাগরিকদের জন্য আলাদা আসনের ব্যবস্থা থাকলেও অনেক সময় তাদেরকে নানাভাবে হেনস্থার স্বীকার হতে হয়। এসব ক্ষেত্রে প্রশাসন যদি একটু উদ্যোগী হন তাহলে অনেক বয়স্ক মানুষ উপকৃত হবেন। অনেক বয়স্ক নাগরিক আছেন যারা বাড়িতে বিভিন্ন সময় নির্যাতনের শিকার হন। তাদের সচেতন করার পাশাপাশি, তাদের জন্য আইনি কি কি সুযোগ-সুবিধা আছে তা নিয়ে সচেতন করতেই পুলিশের এই উদ্যোগ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: প্রণাম- সচেতনতা শিবিরের মাধ্যমে ভাঙড়ে বয়স্কদের পাশে পুলিশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement