সবচেয়ে ভয়ের জায়গা, হুড়মুড়িয়ে কি ঢুকে পড়ছে বাংলাদেশিরা! পশ্চিমবঙ্গের এই জায়গায় যা ঘটছে, শুনে আঁতকে উঠবেন
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Bangladesh: বাংলাদেশে অশান্তির আঁচ পড়েছে বাংলাতেও। অনুপ্রবেশের অভিযোগ উঠছে ভুরিভুরি। এবার বাংলাদেশি অনুপ্রবেশ আটকাতে বড় পদক্ষেপ নেওয়া হল প্রশাসনের তরফে।
গোসাবাঃ বাংলাদেশি অনুপ্রবেশ আটকাতে তৎপর পুলিশ-প্রশাসন। এবার নাকা চেকিং শুরু হল নদীবক্ষে। সোমবার সকালে গোসাবা থানার পুলিশ বিদ্যাধরী নদীতে জলযান থামিয়ে সেখানে নাকা চেকিং করে। বুধবার দিনভর গোসাবার সমস্ত খেয়াঘাট এলাকাগুলিতে নাকা তল্লাশি চালানো হয়েছিল পুলিশের তরফে। গোসাবা থানা ও সুন্দরবন কোস্টাল থানার তরফে নাকা তল্লাশি চালানো হয়েছিল।
পাশাপাশি ঝড়খালি এলাকাতেও নাকা তল্লাশি চালানো হয়। সুন্দরবনে আগত প্রায় সমস্ত লঞ্চ, ভুটভুটিগুলিতে তল্লাশি চালালেন পুলিশ কর্মীরা। সন্দেহজনক কোন জলযান দেখলেই সেগুলিতে উঠে যাত্রী থেকে শুরু করে মাঝি সকলকেই জিজ্ঞাসাবাদ ও জলযানের অভ্যন্তরে তল্লাশি চালায় পুলিশ। তবে এদিনও এই তল্লাশি অভিযান থেকে তেমন কিছু উদ্ধার হয়নি। সন্দেহজনক কাউকেই আটক বা গ্রেফতার করেনি পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ IND vs AUS: শেষ টেস্টের আগেই বড় সিদ্ধান্ত নিলেন রোহিত! বড় কথা জানিয়ে দিলেন ভারত অধিনায়ক!
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েক দিন আগে ক্যানিংয়ের ঢালি পাড়া এলাকা থেকে জাভেদ মুন্সি নামে এক জঙ্গিকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ ও জম্মু কাশ্মীর পুলিশ। সেই ঘটনার পর থেকেই এই এলাকার নিরাপত্তা আঁটসাঁট করতে নানা ধরনের অভিযান চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে। আগামিতে অনুপ্রবেশ রুখতে আরও কঠোর হতে পারে পুলিশ-প্রশাসন।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 30, 2024 7:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সবচেয়ে ভয়ের জায়গা, হুড়মুড়িয়ে কি ঢুকে পড়ছে বাংলাদেশিরা! পশ্চিমবঙ্গের এই জায়গায় যা ঘটছে, শুনে আঁতকে উঠবেন