Howrah cash recovery from Congress MLA car: গাড়ির ভিতরে লক্ষ লক্ষ টাকা, হাওড়ায় আটক ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক

Last Updated:

১৬ নম্বর জাতীয় সড়কের উপরে রানিহাটিতে ওই গাড়িটিকে আটকায় পুলিশ৷ তখনই গাড়িটিকে আটকায় পুলিশ৷

ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে উদ্ধার টাকা৷
ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে উদ্ধার টাকা৷
#সন্তু মল্লিক, উলুবেড়িয়া: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে দু' দফায় কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে৷ এরই মধ্যে হাওড়ার রানিহাটিতে জাতীয় সড়কের উপর থেকে ঝাড়খণ্ডের তিন বিধায়কের গাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ৷ জানা গিয়েছে, ওই তিন বিধায়কের নাম ইরফান আনসারি, রাজেশ কচ্ছপ এবং নমন বিক্সল কোঙ্গারি৷ ওই তিন বিধায়ককেই হাওড়ার পাঁচলা থানায় নিয়ে যাওয়া হয়েছে৷ টাকা উদ্ধারের পর তার গোনার জন্য মেশিনও নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙালিয়া৷
জানা গিয়েছে, এ দিন বিকেলে কলকাতা থেকে ঝাড়খণ্ডের দিকে ফিরছিল কংগ্রেস বিধায়কের একটি গাড়ি৷ ১৬ নম্বর জাতীয় সড়কের উপরে রানিহাটিতে ওই গাড়িটিকে আটকায় পুলিশ৷ তখনই গাড়িটিকে আটকায় পুলিশ৷ তল্লাশির সময় গাড়ির পিছন থেকে উদ্ধার হয় অসংখ্য নোটের বান্ডিল৷ পুলিশের প্রাথমিক হিসেব, গাড়ির ভিতরে অন্তত কয়েক লক্ষ টাকা রয়েছে৷
advertisement
advertisement
তিন বিধায়কের মধ্যে ইরফান আনসারি ঝাড়খণ্ডের জামতারার বিধায়ক৷ রাজেশ কচ্ছপ খিঝরি এবং নমন বিক্সল কোলবিরার বিধায়ক৷ কোথা থেকে এত বিপুল পরিমাণ নগদ নিয়ে তাঁরা ফিরছিলেন, বিধায়কদের জেরা করে তা জানতে চাইছে পুলিশ৷
হাওড়া গ্রামীণ পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের যৌথ উদ্যোগে এ দিন এই তল্লাশি চালানো হয়৷ ঝাড়খণ্ডের নম্বর প্লেটের একটি গাড়িতে টাকা পাচার হতে পারে বলে আগে থেকেই খবর ছিল পুলিশের কাছে৷ সেই অনুযায়ী বিকেল সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে গাড়িটিকে রানিহাটি মোড়ের কাছে আটকানো হয়৷ গাড়িতে একটি ব্যাগের ভিতরে থরে থরে পাঁচশো টাকার নোটের বান্ডিল সাজানো ছিল৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah cash recovery from Congress MLA car: গাড়ির ভিতরে লক্ষ লক্ষ টাকা, হাওড়ায় আটক ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement