Sweta Khan Case Update: ছেলে মেয়ে গ্রেফতার, পর্ন ভিডিও কাণ্ডে আরও বিপাকে ফুলটুসি! ডোমজুড়ের বাড়িতে হানা দিল পুলিশ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Debashish Chakraborty
Last Updated:
সোদপুরের এক তরুণীকে ডোমজুড়ের বাড়িতে আটকে রেখে নির্যাতন এবং পর্ন ভিডিও শ্যুটে বাধ্য করার মতো গুরুতর অভিযোগ রয়েছে শ্বেতা খান এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে৷
পর্ন ভিডিও কাণ্ডে অভিযুক্ত শ্বেতা খান ওরফে ফুলটুসির ডোমজুড়ের বাড়িতে তল্লাসি চালিয়ে সিল করে দিল পুলিশ৷ আদালতের অনুমতি নিয়েই এ দিন বিকেলে শ্বেতা খানের বাড়িতে হাজির হয় পুলিশ৷ যদিও সেই সময় বাড়িতে কেউ ছিলেন না৷ বাঁকড়া ফাঁড়ির পুলিশ এই তল্লাশি অভিযানে যায়৷
পর্ন ভিডিও কাণ্ডে অভিযুক্ত শ্বেতা খান এখনও পলাতক৷ যদিও আজই তার ছেলে আরিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ৷ গ্রেফতার করা হয়েছে শ্বেতা খানের নাবালিকা কন্যাকেও৷ শ্বেতা খানের মা এবং ভাইকেও আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷
সোদপুরের এক তরুণীকে ডোমজুড়ের বাড়িতে আটকে রেখে নির্যাতন এবং পর্ন ভিডিও শ্যুটে বাধ্য করার মতো গুরুতর অভিযোগ রয়েছে শ্বেতা খান এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে৷ এখনও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই তরুণী৷
advertisement
advertisement
ডোমজুড়ের বাসিন্দা ফুলটুসির বিরুদ্ধে এর আগেও পুলিশে একাধিক মামলা রয়েছে৷ গুলি চালানোর অভিযোগে গ্রেফতারও হয় সে৷ আবার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনও অনৈতিক কাজকর্মের প্রতিবাদ করলেই শ্লীলতাহানির মতো মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখাত শ্বেতা খান ওরফে ফুলটুসি৷ ছেলে এবং মেয়েকে গ্রেফতারের পর এবার পুলিশ ফুলটুসিরও নাগাল পায় কি না, সেটাই এখন দেখার৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 11, 2025 7:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sweta Khan Case Update: ছেলে মেয়ে গ্রেফতার, পর্ন ভিডিও কাণ্ডে আরও বিপাকে ফুলটুসি! ডোমজুড়ের বাড়িতে হানা দিল পুলিশ