Murshidabad News: হাতে মাইক্রোফোন! বাউল গেয়ে কাঁপিয়ে দিলেন পুলিশ অফিসার! ভাইরাল ভিডিও
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Sudip Paul
Last Updated:
Murshidabad News: দিন রাত চোর-ডাকাত ধরতে গিয়ে ক্লান্ত। তবে এবার বাউল গানে মাতলেন থানার আইসি। বাউল গানের আসর দেখতে উপচে পড়ল ভিড়।
মুর্শিদাবাদ: দিন রাত চোর-ডাকাত ধরতে গিয়ে ক্লান্ত। তবে এবার বাউল গানে মাতলেন থানার আইসি। বাউল গানের আসর দেখতে উপচে পড়ল ভিড়। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার আনন্দ আশ্রমের উদ্যোগে আবাদ উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই গান গেয়ে সকলের মন জয় করলেন আইসি।
জানা যায় হরিহরপাড়া থানায় আইসি অরূপ রায় আসার পর থেকে থানা প্রাঙ্গনের চিত্রটা বদলে গিয়েছে । থানা প্রাঙ্গনে এক এক করে গড়ে উঠেছে আনন্দ আশ্রম, আনন্দধারা, গোলাপ বাগিচা, খোলা হাওয়া। আর বাউলের মঞ্চে নিজেই পুলিশ পোশাক ছেড়ে বাউল গানে মেতে উঠলেন আইসি নিজে। বাউল গান শুনতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ।
advertisement
advertisement
আইসি অরূপ রায় জানান, মানুষকে বেঁচে থাকতে গেলে মন ভাল রাখতে হবে আর ওই মন ভালকরার জন্য সংগীতকেই বেছে নিয়েছেন তিনি। তাই প্রতিদিন আনন্দ আশ্রমে বাউল শিল্পীদের নিয়ে সংগীত অনুষ্ঠান করেন। এই আনন্দ আশ্রমের উদ্যোগেই মূলত আবাদ উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 03, 2024 4:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: হাতে মাইক্রোফোন! বাউল গেয়ে কাঁপিয়ে দিলেন পুলিশ অফিসার! ভাইরাল ভিডিও






