পার্টি অফিসের সামনে পুলিশ বাহিনী নিয়ে হাজির প্রশাসনের কর্তারা! ব্যাপার কী? যা জানা গেল...
- Published by:Rachana Majumder
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
বর্ধমান শহরের দশ নম্বর ওয়ার্ডে তৃণমূল পার্টি অফিস ভাঙলো প্রশাসন। হাইকোর্টের নির্দেশে ওই বে-আইনি নির্মান ভেঙে দেওয়া হল। বর্ধমান শহরের ২ নং ইছলাবাদের রাস্তার ধারে একটি পুকুরের পাড়ে ছিল ওই অফিস।
পূর্ব বর্ধমান: অফিস টাইম শুরু হতেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে হাজির প্রশাসনিক কর্তারা। কেন পুলিশ প্রশাসনের তৎপরতা এখানে, উৎসাহে ভিড় করেন এলাকার অনেকেই। জানা গেল, হাইকোর্টের নির্দেশে ভেঙে ফেলা হবে শাসক দলের ওই পার্টি অফিস। তা শুনে এলাকায় এলেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা।
বর্ধমান শহরের দশ নম্বর ওয়ার্ডে তৃণমূল পার্টি অফিস ভাঙলো প্রশাসন। হাইকোর্টের নির্দেশে ওই বে-আইনি নির্মান ভেঙে দেওয়া হল। বর্ধমান শহরের ২ নং ইছলাবাদের রাস্তার ধারে একটি পুকুরের পাড়ে ছিল ওই অফিস। শুক্রবার বিশাল সংখ্যক পুলিশের উপস্থিতিতে পুরসভা ও প্রশাসনের পক্ষ থেকে সেই অফিসটি ভাঙা হয়। স্থানীয় তৃণমূল নেতাদের মদতেই ওই বেআইনি নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ৷
advertisement
advertisement
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই বাড়ি ভাঙার কাজ শুরু হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শুভায়ু কাশ্যপী জানান, হাইকোর্টের নির্দেশ এই নির্মাণ ভাঙা হল। এখানে যে অননুমোদিত নির্মাণ আছে তা ভাঙারই নির্দেশ ছিল। যদিও স্থানীয় তৃণমূল নেতা ও কাউন্সিলরের স্বামী স্বপন দাস জানান, ওটি পার্টি অফিস নয়। এলাকার ছেলেরা এখান বিশ্বকর্মা পুজো করত। তৃণমূল কংগ্রেসের ছেলেরা এখানে বসত। তিনি অবশ্য মেনে নেন, নির্বাচনের সময় বাড়িটি ব্যবহার করা হয়েছিল। তাঁর দাবি, এলাকার এই পুকুরটি সংস্কারের দাবি তাঁরা করেছিলেন। তাঁরা ভাঙার বিরোধী নন। তাঁর অভিযোগ, পুকুরটির সংস্কারের ব্যাপারে পুরসভার কোনো উদ্যোগ নেই।
advertisement
বর্ধমান শহরের বাসিন্দারা বলছেন, পুরসভার বিভিন্ন এলাকাতেই বহু বেআইনি নির্মাণ হয়েছে। পুরসভার কোনও রকম অনুমোদন ছাড়াই সেইসব নির্মাণ কাজ হয়েছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মদতে অনেক জায়গায় ফুটপাত দখল করে হকার বসিয়ে দেওয়া হয়েছে। এসব বন্ধ হওয়া প্রয়োজন। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, প্রশাসন তাদের কাজ করেছে। সেখানে কেউ কোন বাধা দেয়নি। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, ফুটপাত দখল করে কোন বেআইনি নির্মাণ করা যাবে না। ওই বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছিল আদালত। প্রশাসন আদালতে সেই নির্দেশ কার্যকর করেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 22, 2025 9:36 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পার্টি অফিসের সামনে পুলিশ বাহিনী নিয়ে হাজির প্রশাসনের কর্তারা! ব্যাপার কী? যা জানা গেল...