East Medinipur News: এবার দোকান বন্ধ করে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন ব্যবসায়ীরা! নিরাপত্তা নিয়ে এবার বিশেষ উদ্যোগ নিল পুলিশ

Last Updated:

East Medinipur News: এবার বাজার এলাকায় নিরাপত্তার জন্য বিশেষ উদ্যোগ নিল পুলিশ। চুরি করার আগে এখন চোরদের অন্তত পাঁচবার ভাবতে হবে। কারণ শুধু পুলিশ নয়, এবার পুলিশের সঙ্গে থাকবে বাজার ব্যবসায়ী সমিতির তৈরি করা বিশেষ পাহারাদার বাহিনী।

বাজার 
বাজার 
পটাশপুর, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: এবার বাজার এলাকায় নিরাপত্তার জন্য বিশেষ উদ্যোগ নিল পুলিশ। চুরি করার আগে এখন চোরদের অন্তত পাঁচবার ভাবতে হবে। কারণ শুধু পুলিশ নয়, এবার পুলিশের সঙ্গে থাকবে বাজার ব্যবসায়ী সমিতির তৈরি করা বিশেষ পাহারাদার বাহিনী। রাতে বাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করতে এই উদ্যোগ নিয়েছে পুলিশ। তার সঙ্গে প্রত্যেকটি বাজার এলাকায় বসান হবে সিসিটিভি।‌
সোমবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানায় বাজার এলাকায় নিরাপত্তা নিয়ে একটি বিশেষ বৈঠক ডাকা হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, পুলিশের পাশাপাশি বাজার ব্যবসায়ী সমিতি তাদের নিজস্ব বিশেষ বাহিনী তৈরি করবে, যারা রাতের বেলায় বাজারে পুলিশের সঙ্গে যৌথভাবে পাহারা দেবে। এই উদ্যোগ বাজার এলাকায় অপরাধমূলক কাজ দমনে বড় ভূমিকা নেবে। এছাড়া প্রত্যেক বাজারে বাড়তি সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশও দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় আসছে…! বৃহস্পতির দুরন্ত চালে কপাল পুড়বে ২ রাশির, কালীপুজোর আগেই ভয়ঙ্কর বিপদ, আর্থিক সঙ্কটে জীবন ছারখার
পটাশপুর থানার ওসি সুরজ আশ বলেন, ‘আমরা চাই বাজারের প্রতিটি দোকানদার নিরাপদে ব্যবসা করুক। এজন্য পুলিশ এবং ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে রাতের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। আমাদের লক্ষ্য হল কোন ধরনের চুরি বা অবৈধ কার্যকলাপ প্রতিরোধ করা।’
advertisement
advertisement
আরও পড়ুন-অক্টোবরেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? বর্ষা বিদায় নিতেই বিরাট তাণ্ডব! এল আবহাওয়ার বড় আপডেট
পটাশপুর দু’নম্বর ব্লকের খড়ুই বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দুর্গাপদ পাহাড়ি বলেন, ‘পুলিশের এই উদ্যোগে আমরা অনেকটাই স্বস্তি অনুভব করেছি। নিজেদের বাহিনী তৈরি করে আমরা রাতের বেলা পুলিশের সঙ্গে যৌথভাবে বাজার পাহারা দেব। সেই সঙ্গে বাজারে বাড়তি সিসিটিভি বসানোর ব্যবস্থা করব, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে।’
advertisement
পুলিশের এই উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পটাশপুরের বড় বড় বাজারের দোকানদাররা। একদিকে বাজার ব্যবসায়ী সমিতির বিশেষ নাইট গার্ড বাহিনী, অন্যদিকে পুলিশি পাহারা এবং তদুপরি সিসিটিভি নজরদারি। ফলে রাতের বাজার এখন অনেক বেশি নিরাপদ হয়ে উঠতে চলেছে।
এক ব্যবসায়ী সীতারাম মান্না বলেন, ‘আগে রাতে বাজারের দোকান নিয়ে আমরা চিন্তিত থাকতাম। চিন্তায় রাতে ঘুম আসত না। কিন্তু এখন পুলিশের পাশাপাশি আমাদের নিজস্ব বাহিনী থাকবে এবং সিসিটিভি বসানো হচ্ছে। আমরা রাতের নিরাপত্তা নিয়ে অনেকটাই স্বস্তির অনুভব করছি।’ বাজার এলাকার ব্যবসায়ীদের মতে, এই যৌথ উদ্যোগ শুধু অপ্রীতিকর ঘটনা এড়ানো নয়, পাশাপাশি বাজারে নিয়মিত নজরদারিও বাড়াবে। পুলিশের এই উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলছে পটাশপুরের বাজার এলাকার ব্যবসায়ীরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: এবার দোকান বন্ধ করে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন ব্যবসায়ীরা! নিরাপত্তা নিয়ে এবার বিশেষ উদ্যোগ নিল পুলিশ
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement