Crime:ডাকাতির উদ্দেশ্য জড়ো হয়েছিল...! পুলিশের জালে ধরা পড়তেই কেলঙ্কারি, সব ফাঁস
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
পুলিশের অনুমান, নেপালের ২ দুষ্কৃতীদের সহায়তা নিয়ে এই দল কাজ শুরু করে, যাতে ডাকাতির পর খুব সহজেই নেপালের গা ঢাকা দেওয়া যেতে পারে।
বিশ্বজিৎ মিশ্র, নকশালবাড়ি: ডাকাতির ছক রুখল পুলিশ। অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্য জড়ো হতেই পুলিশের হাতে গ্রেফতার ৪ দুষ্কৃতী। উদ্ধার হয়েছে একাধিক অস্ত্রসস্ত্রও।
পুলিশ সূত্রে খবর, নকশালবাড়ির ভগিলরাম জোতে এলাকায় গভীর রাতে অন্ধকারে ডাকাতি উদ্দেশ্যে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা। গোপন সূত্রে খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে ৪ দুষ্কৃতীকে আটক করে। হেফাজত থেকে ধরালো দা, কাটারি, লোহার রড, দড়ি উদ্ধার করেছে। ধৃতরা নকশালবাড়ি ও নেপালের বাসিন্দা।
advertisement
পুলিশের অনুমান, নেপালের ২ দুষ্কৃতীদের সহায়তা নিয়ে এই দল কাজ শুরু করে, যাতে ডাকাতির পর খুব সহজেই নেপালের গা ঢাকা দেওয়া যেতে পারে। এদিন ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতদের রিমান্ডে নিয়ে কোথায় কোথায় ডাকাতি ছক ছিল,আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্তে নামবে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 06, 2025 2:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime:ডাকাতির উদ্দেশ্য জড়ো হয়েছিল...! পুলিশের জালে ধরা পড়তেই কেলঙ্কারি, সব ফাঁস