#মাইথন: মাইথনের একটি হোটেল থেকে সোমবার দুটি গাড়ি-সহ অপহরণকারীদের ধরে ফেলল পুলিশ। অপহরণকারীরা ঝাড়খন্ড থেকে সঞ্জয় সিং নামের একজনকে অপহরণ করে মাইথনের একটি হোটেলে রেখেছিল বলে জানতে পারে পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশকে সঙ্গে নিয়ে ঝাড়খন্ড পুলিশ অপহরণকারীদের ধরতে সক্ষম হয় । আর এই ঘটনায় ঝাড়খন্ড-পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী মাইথন বাঁধ সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়ায় ।
পুলিশ সুত্রে জানতে পারা যায়, বিহারের কাইমুর জেলার বাসিন্দা সঞ্জয় কুমার সিং ঝাড়খন্ডে ৬ জন বন্ধুর সঙ্গে একটি কোম্পানিতে ঠিকার কাজ নেয় । তার জন্য তিন লক্ষ টাকাও তাদেরকে দিয়েছিল সে । পরে জানতে পারে যে সে প্রতারণার শিকার হয়েছে এবং তার তিন লক্ষ টাকা লোপাট হয়েছে । পাশাপাশি যে সংস্থায় এরা ঠিকা নিয়েছে বলে জানিয়েছিল সেই সংস্থার মালপত্র চুরি করে বিক্রি করা শুরু করে বাকি ৬ সঙ্গী। সংস্থার জন্য ঠিকাটা সঞ্জয় সিংয়ের নামে বরাদ্দ ছিল । তাই সে ফেঁসে যেতে পারে এই ভয়ে সে কোম্পানিকে সমস্ত তথ্য জানিয়ে দেওয়ার কথা বললে, ওই ছয় জন বন্ধু সঞ্জয় সিংকে অপহরণ করে মাইথনের একটি হোটেলে রাখে । সেখান থেকে সোমবার সকালে কোনওভাবে পালিয়ে যেতে সক্ষম হয় । সঞ্জয় পালিয়ে গিয়ে মাইথন বাঁধে কর্তব্যরত সিআইএসএফ কর্মীদের ঘটনাটি জানায়। সিআইএসএফ-এর পক্ষ থেকে ঝাড়খন্ডের মাইথন থানায় খবর দেওয়া হয়। মাইথন থানার পুলিশ কুলটি থানার পুলিশকে সঙ্গে নিয়ে মাইথনের ওই হোটেলে অভিযান চালিয়ে ৬ জন অপহরণকারীকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে।
Dipak Sharma
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime News, Maithon