মাইথনের হোটেল থেকে ধৃত ৬ অপহরণকারী !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
আসানসোল-দুর্গাপুর পুলিশকে সঙ্গে নিয়ে ঝাড়খন্ড পুলিশ অপহরণকারীদের ধরতে সক্ষম হয় ।
#মাইথন: মাইথনের একটি হোটেল থেকে সোমবার দুটি গাড়ি-সহ অপহরণকারীদের ধরে ফেলল পুলিশ। অপহরণকারীরা ঝাড়খন্ড থেকে সঞ্জয় সিং নামের একজনকে অপহরণ করে মাইথনের একটি হোটেলে রেখেছিল বলে জানতে পারে পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশকে সঙ্গে নিয়ে ঝাড়খন্ড পুলিশ অপহরণকারীদের ধরতে সক্ষম হয় । আর এই ঘটনায় ঝাড়খন্ড-পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী মাইথন বাঁধ সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়ায় ।
পুলিশ সুত্রে জানতে পারা যায়, বিহারের কাইমুর জেলার বাসিন্দা সঞ্জয় কুমার সিং ঝাড়খন্ডে ৬ জন বন্ধুর সঙ্গে একটি কোম্পানিতে ঠিকার কাজ নেয় । তার জন্য তিন লক্ষ টাকাও তাদেরকে দিয়েছিল সে । পরে জানতে পারে যে সে প্রতারণার শিকার হয়েছে এবং তার তিন লক্ষ টাকা লোপাট হয়েছে । পাশাপাশি যে সংস্থায় এরা ঠিকা নিয়েছে বলে জানিয়েছিল সেই সংস্থার মালপত্র চুরি করে বিক্রি করা শুরু করে বাকি ৬ সঙ্গী। সংস্থার জন্য ঠিকাটা সঞ্জয় সিংয়ের নামে বরাদ্দ ছিল । তাই সে ফেঁসে যেতে পারে এই ভয়ে সে কোম্পানিকে সমস্ত তথ্য জানিয়ে দেওয়ার কথা বললে, ওই ছয় জন বন্ধু সঞ্জয় সিংকে অপহরণ করে মাইথনের একটি হোটেলে রাখে । সেখান থেকে সোমবার সকালে কোনওভাবে পালিয়ে যেতে সক্ষম হয় । সঞ্জয় পালিয়ে গিয়ে মাইথন বাঁধে কর্তব্যরত সিআইএসএফ কর্মীদের ঘটনাটি জানায়। সিআইএসএফ-এর পক্ষ থেকে ঝাড়খন্ডের মাইথন থানায় খবর দেওয়া হয়। মাইথন থানার পুলিশ কুলটি থানার পুলিশকে সঙ্গে নিয়ে মাইথনের ওই হোটেলে অভিযান চালিয়ে ৬ জন অপহরণকারীকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে।
advertisement
Dipak Sharma
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 18, 2020 7:51 AM IST