সিভিক ভলেন্টিয়ারের মস্তানি, ভিডিও ভাইরাল হওয়ার পর তদন্তে পুলিশ
Last Updated:
সিভিক ভলেন্টিয়ারের মস্তানির ভিডিও ভাইরাল প্রকাশ্যে আসার পর তদন্তে ডিসি ওয়ান অভিষেক মোদি ।
#দুর্গাপুর: সিভিক ভলেন্টিয়ারের মস্তানির ভিডিও ভাইরাল প্রকাশ্যে আসার পর তদন্তে ডিসি ওয়ান অভিষেক মোদি । বিপ্লব রুইদাস ও চন্দন মাহাত নামে দুই সিভিক ভলেন্টিয়ারকে বরখাস্ত করার জন্য আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনর লক্ষ্মিনারায়ন মিনার কাছে রিপোর্ট পাঠালেন ডিসি ওয়ান অভিষেক মোদি ।
সিভিক ভলেন্টিয়ারের মস্তানির একটি ভিডিও গতকাল সন্ধ্যে থেকেই ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়াতে । ভিডিওতে দেখা যাচ্ছে এক সিভিক ভলেন্টিয়ার বাইক করে এসে মাথার হেলমেট খুলে এক যুবকের মাথায় আঘাত করছে এবং এলোপাথারি মারধর করছে । ঐ যুবকটিকে ধরে রেখেছিল আরও এক সিভিক ভলেন্টিয়ার । সামনেই ছিল এক পুলিশ কর্মী । গতকাল ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে দুই নম্বর জাতীয় সড়কে নির্মিয়মান ওভারব্রীজের নিচের রাস্তায় । ভিডিওতে যে যুবককে মারধর করা হয়েছে তাকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।
advertisement
ভিডিওটি নজরে আসতেই ডিসি ওয়ান অভিষেক মোদিকে ব্যাপারটা ক্ষতিয়ে দেখতে বলেন মহকুমা শাসক শঙ্ক সাঁতরা । দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবী গগন ঘোষও জানান সিভিক ভলেন্টিয়াররা কেবলমাত্র কর্তব্যরত পুলিশকর্মীদের সহযোগিতা করতে পারে, কোন নাগরিককে মারধর করা আইন বিরুদ্ধ কাজ ।
advertisement
অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার এবং সঙ্গী অপর এক সিভিক ভলেন্টিয়ারকে চিহ্নিত করা হয়েছিল সকালেই । বিপ্লব রুইদাস ও চন্দন মাহাত নামে এই দুই সিভিক ভলেন্টিয়ারকেই বরখাস্ত করার জন্য আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনর লক্ষনারায়ন মিনার কাছে রিপোর্ট পাঠিয়েছেন ডিসি ওয়ান অভিষেক মোদি । এই দুই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 30, 2017 8:18 PM IST