Poison: বিষ ঠিক কেমন খেতে? স্বাদ কেমন? খেলে শরীরে কী হয়? উত্তর পেতেই খেল মুর্শিদাবাদের ১৫ বছরের নিতাই, তারপর...
- Reported by:Saradindu Ghosh
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Poison: কিছু হচ্ছে না দেখে গত শুক্রবার সেই বিষই নিতাই বাগদি বেশী পরিমাণে পান করে নেয়।
বর্ধমান: শিশুমনের অদ্ভুত কৌতুহল! বিষ কেমন খেতে হয়? স্বাদ কেমন? কী হয় খেলে? জানার তাগিদে লুকিয়ে লুকিয়ে প্রতিদিনই ঘরে রাখা কীটনাশক অল্প অল্প করে পান করত নবম শ্রেণীতে পাঠরত নাবালক। গত শুক্রবার সেই বিষ একটু বেশি পরিমাণে পান করতেই মর্মান্তিক পরিণতি নাবালকের। বর্ধমান মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে মারা যায় নাবালক।
মৃতের নাম নিতাই বাগদি-(১৫)। বাড়ি মুর্শিদাবাদের বড়ঞা থানার সুন্দরপুর গ্রামে। নাবালকের পরিবার সূত্রে জানা গিয়েছে, বিষ সম্পর্কে নানা রকম কৌতুহল থেকে পরিবারের অজ্ঞাতে লুকিয়ে লুকিয়ে প্রায় প্রতিদিনই অল্প অল্প করে বিষ পান করতে শুরু করে নিতাই বাগদি।
আরও পড়ুন: পৃথিবীর অবস্থা এত খারাপ! টাল খেয়ে গিয়েছে পূর্ব দিকে, বিপদ নাকি ডেকে এনেছে ভারত! শুনে আঁতকে উঠবেন
advertisement
advertisement
কিছু হচ্ছে না দেখে গত শুক্রবার সেই বিষই নিতাই বাগদি বেশী পরিমাণে পান করে নেয়। এরপরই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে তাকে প্রথমে কান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়ে আসা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে তার মৃত্যু হয়। নাবালকের কাকা গৌরাঙ্গ বাগদি জানান, নিতাই স্থানীয় সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ত। কেন এমনটা করল, ওকে জিজ্ঞাসা করেছিলাম। আমাকে বলল, “বিষ কেমন খেতে হয় জানার জন্য খেয়েছিলাম।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 04, 2025 5:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Poison: বিষ ঠিক কেমন খেতে? স্বাদ কেমন? খেলে শরীরে কী হয়? উত্তর পেতেই খেল মুর্শিদাবাদের ১৫ বছরের নিতাই, তারপর...









