ইংরেজবাজার পুরসভায় সংরক্ষণের খসড়া নিয়ে বিবাদ গড়াল কলকাতা হাইকোর্টে
- Published by:Simli Raha
Last Updated:
Sebak Deb Sarma
#মালদহ: আগামিকাল রাজ্যে একাধিক পুরসভায় চুড়ান্ত আসন সংরক্ষন তালিকা প্রকাশ হওয়ার কথা। তাঁর আগে ইংরেজবাজার পুরসভায় সংরক্ষণের খসড়া নিয়ে বিবাদ গড়াল কলকাতা হাইকোর্টে। প্রশাসনের প্রকাশিত ইংরেজবাজার পুরসভার খসড়া সংরক্ষণ তালিকাকে চ্যালেঞ্জ করে কোলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইংরেজবাজারের প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান তৃণমূল কাউন্সিলার নরেন্দ্রনাথ তেওয়ারী। আগামিকালই মামলার শুনানীর দিন ধার্য্য হয়েছে।
advertisement
এই মামলার ফলে মালদহের ইংরেজবাজারের আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা। মালদার ইংরেজবাজার পুরসভায় এই বছরই পুরনির্বাচন হওয়ার কথা। পুরসভায় মোট ওয়ার্ড সংখ্যা ২৯টি। গত ১৭ জানুয়ারি ইংরেজবাজার পুরসভার খসড়া আসন সংরক্ষণ তালিকা প্রকাশ হয়। খসড়া সংরক্ষণ অনুযায়ী পুরসভার ২৯টি ওয়ার্ডের মধ্যে ১০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। এছাড়া তফশিলি জাতির ওয়ার্ড হিসেবে নির্দিষ্ট করা হয়েছে ২২,২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডকে।
advertisement
advertisement

advertisement

আরও অভিযোগ, ইংরেজবাজারে কিছু ওয়ার্ড বার বার সংরক্ষণ হয়েছে। আবার কিছু ওয়ার্ড একের পর এক নির্বাচনে অসংরক্ষিত অথাৎ সাধারণ শ্রেনী ভুক্ত করা হচ্ছে। এই অবস্থায় আগামিকাল উচ্চ আদালত এই মামলায় কী রায় দেয় তাঁর ওপরেই নির্ভর করবে একাধিক কাউন্সিলারের রাজনৈতিক ভবিষ্যৎ। যদিও আদালতের রায় সপক্ষে যাওয়ার ব্যাপারে আশাবাদী নরেন্দ্রনাথ বাবু।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 09, 2020 3:51 PM IST