South 24 Parganas News: তালের আঁটি দিয়ে নদীপাড়ে স্বপ্ন বুনছে পড়ুয়ারা! ৬ মাস পেরোলেই আর চিন্তা নেই...
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
সকলের হাতে তালের আঁটি। সেগুলি নিয়ে নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছে একদল কিশোর-কিশোরী। তাদের নেতৃত্ব দিচ্ছেন শিক্ষক রামপদ মন্ডল।
কাকদ্বীপ: সকলের হাতে তালের আঁটি। সেগুলি নিয়ে নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছে একদল কিশোর-কিশোরী। তাদের নেতৃত্ব দিচ্ছেন শিক্ষক রামপদ মন্ডল।
ঘূর্ণিঝড় ইয়াসে সুন্দরবন এলাকার একাধিক নদীবাঁধ ভেঙেছিল। কেন এই নদীবাঁধ ভাঙছে তার কারণ খুঁজতে গিয়ে কাকদ্বীপের শিক্ষক রামপদ মন্ডল দেখতে পান নদীর বাঁধে পর্যাপ্ত গাছের অভাব রয়েছে। যে সমস্ত গাছ রয়েছে তার শিকড় মাটির অনেক নীচ পর্যন্ত যায় না।
advertisement
advertisement
এই সমস্যা সমাধানের জন্য নদীর তীরে তাল ও খেজুর জাতীয় গাছ বসানোর প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি। সেই থেকে শুরু হয় ছাত্র-ছাত্রীদের নিয়ে তালগাছ বসানোর কাজ। গাছ থেকে পাকা তাল কুড়িয়ে এনে সেই তালের আঁটি সংগ্রহ করেন তাঁরা। এর পর সেগুলি সরাসরি মাটিতে বসিয়ে দেন সকলে।
পাঁচ থেকে ছয় মাস পর তা থেকে চারাগাছ বের হয়। নদীবাঁধগুলিতে ব্যাপক হারে তালগাছ লাগানো হলে নদীবাঁধের ভূমিক্ষয় যেমন কমবে। তেমনই নদীবাঁধ সংলগ্ন এলাকার মানুষজনগুলির আর্থসামাজিক উন্নয়নও ঘটবে বলে মনে করা হচ্ছে।
advertisement
তালপাতার পাখা, চাটাই-সহ তালগাছের কান্ড দিয়ে নৌকাও বানানো যেতে পারে। এর ফলে এ উপকৃত হবেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে সৌম্যশ্রী দাস নামের এক কিশোরী জানান, এই যে তাল বীজ তারা লাগিয়ে যাচ্ছেন একসময় এই গাছগুলি বড় হয়ে উঠলে নদীর ভাঙন অনেকটাই রোখা যাবে। তখন নিঃসন্দেহে এক বিপ্লব ঘটে যাবে এলাকায়।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 19, 2024 5:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: তালের আঁটি দিয়ে নদীপাড়ে স্বপ্ন বুনছে পড়ুয়ারা! ৬ মাস পেরোলেই আর চিন্তা নেই...