East Medinipur News:বর্ষবরণে দিঘায় পিকনিকের প্ল্যান? খবরদার...! এই ভুল নয়, মানতে হবে কড়া নিয়ম, না হলেই চরম বিপদ!

Last Updated:

Digha News: বর্ষবরণের আনন্দে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভিড় জমছে সমুদ্রতট লাগোয়া ঝাউবনে। তবে আনন্দের মাঝেই বাড়ছে উদ্বেগ। বর্ষবরণে দিঘায় জারি একাধিক নির্দেশ‌।

+
দিঘার

দিঘার ঝাউবন

কাঁথি, মদন মাইতি: নববর্ষ উপলক্ষে দিঘার ঝাউবনে পিকনিকের পরিকল্পনা করছেন বহু পর্যটক। বর্ষবরণের আনন্দে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভিড় জমছে সমুদ্রতট লাগোয়া ঝাউবনে। তবে আনন্দের মাঝেই বাড়ছে উদ্বেগ। পর্যটকদের অসতর্কতার কারণে আগেও একাধিকবার দিঘা ও কাঁথি বনাঞ্চলে আগুন লাগার ঘটনা ঘটেছে। পিকনিকের মরশুমে বিভিন্ন জায়গা থেকে আগুন লাগার খবর এসেছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে ঝাউগাছ ও অন্যান্য বনজ সম্পদের। সেই অভিজ্ঞতা থেকেই এবছর আগে থেকেই সতর্ক হয়েছে বনদফতর। পর্যটকদের সচেতন করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ঝাউবনের বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ জায়গায় বড় বড় পোস্টার লাগানো হয়েছে। পাশাপাশি লিফলেট বিলি করে সতর্কবার্তা দেওয়া হচ্ছে।
বনদফতরের তরফে স্পষ্টভাবে জানান হয়েছে, ঝাউবনের ভিতরে যেখানে-সেখানে আগুন জ্বালানো যাবে না। পিকনিক হোক বা আগুন পোহান—খোলা জায়গায় আগুন না লাগানোই সবচেয়ে নিরাপদ। জ্বলন্ত সিগারেট বা বিড়ির অবশিষ্টাংশ কোনওভাবেই বনভূমিতে ফেলা যাবে না। ছোট একটি অবশিষ্টাংশ থেকেও বড় আগুন লাগতে পারে। পিকনিক শেষে অবশ্যই দেখে নিতে হবে আগুন পুরোপুরি নিভে গেছে কি না। অনেক সময় অল্প আগুন থেকেই শুকনো পাতায় আগুন ছড়িয়ে পড়ে। এই বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে পর্যটকদের।
advertisement
আরও পড়ুন-নতুন বছরে কাঁপবে দুনিয়া…! সূর্য -মঙ্গলের বিরল সংযোগে ৩ রাশি ‘কোটিপতি’, জানুয়ারিতেই ‘জ্যাকপট’, খুলবে ভাগ্যের দরজা
এছাড়াও প্লাস্টিক, কাগজ বা শুকনো পাতা পোড়াতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এইসব জিনিস খুব দ্রুত আগুন ছড়িয়ে দেয়। বনদফতরের মতে, অনেক ক্ষেত্রেই এই ধরনের বর্জ্য পোড়ানোর কারণে বড়সড় অগ্নিকাণ্ড ঘটে। কাচের বোতল বা ভাঙা কাচ ফেলে যাওয়াও বিপজ্জনক। সূর্যের তাপে কাচ লেন্সের মত কাজ করে শুকনো পাতায় আগুন ধরাতে পারে। শিশুদের দিকেও বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তারা যেন আগুন বা কোনও দাহ্য বস্তু নিয়ে খেলাধুলা না করে, সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে বলা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন- LPG থেকে Pan Card, ১ জানুয়ারি ২০২৬ থেকে বিরাট পরিবর্তন, ১৬ দিন বন্ধ ব্যাঙ্ক, জানুন মধ্যবিত্তের উপর কী প্রভাব পড়বে
কাঁথি বনাঞ্চলের ফরেস্ট রেঞ্জ অফিসার অতুল প্রসাদ দে জানান, ‘পর্যটকদের সচেতন থাকা অত্যন্ত জরুরি। পিকনিকের আনন্দ যেন কোনওভাবেই বনের ক্ষতির কারণ না হয়। অসচেতনতার ফলেই আগুন লাগার সম্ভাবনা বাড়ে। তাই প্রতিটি ঝাউবন এলাকায় বনদফতরের কর্মীরা নজরদারিতে রয়েছেন। পর্যটকদের আগেই সতর্ক করা হয়েছে। কেউ যদি নিয়ম না মানেন এবং তার ফলে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’ বনদফতরের আবেদন—আনন্দ করুন, তবে দায়িত্ব নিয়ে। সামান্য অসতর্কতাই বড় বিপদের কারণ হতে পারে। তাই নিয়ম মেনে পিকনিক করুন এবং প্রকৃতিকে রক্ষা করুন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News:বর্ষবরণে দিঘায় পিকনিকের প্ল্যান? খবরদার...! এই ভুল নয়, মানতে হবে কড়া নিয়ম, না হলেই চরম বিপদ!
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement