Paschim Medinipur News: চিকেন রোল, চিকেন চাউ অতীত! এবার জিভে জল আনবে মাংস পিঠে, কোথায় মিলবে জানেন?
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
মাংস পিঠে নাম শুনলেই জিভে আসে জল, আর এই ধরনের পিঠে নিয়েই হাজির পড়ুয়ারা
পশ্চিম মেদিনীপুর: জঙ্গলমহলের পিঠে এবার পাওয়া গেল মেদিনীপুরে। সৌজন্যে ছাত্রছাত্রীরা! কিন্তু ব্যাপারটা কি? জঙ্গলমহলের বিখ্যাত মাংস পিঠে থেকে শুরু করে বিভিন্ন ধরনের পিঠে স্টল দিয়ে বিক্রি করল পড়ুয়ারা। এবার জঙ্গলমহলের সেই খাবারের স্বাদ চেখে দেখল অন্যান্য পড়ুয়ারা। পৌষ সংক্রান্তির বেশ কয়েকদিন আগে থেকে এবং সংক্রান্তির পরেও জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা জুড়ে পিঠেপুলি উৎসবে মেতে ওঠেন প্রতিটি মানুষ। তবে পড়াশোনার কারণে বাইরে থাকা ছাত্র-ছাত্রীরা মেতে উঠতে পারেন না গ্রামীণ এই উৎসবে। তবেই এবার ছাত্র-ছাত্রীদের যাতে মন খারাপ না হয় এবং সকল ছাত্র-ছাত্রী যাতে গ্রামীণ এই উৎসব সম্পর্কে জানতে পারেন, সেই কারণে বিদ্যালয়ে আয়োজিত হল পিঠে-পুলি উৎসব। যেখানে বিক্রি হল জঙ্গলমহলের একাধিক সুস্বাদু পিঠে, নিজেরাই স্টল দিয়ে বিক্রি করল আবার নিজেরাই কিনে খেল এদিন।
জঙ্গলমহলের অন্যান্য উৎসবের মধ্যে এক প্রধান উৎসব মকর পরব। মাংস পিঠে থেকে শুরু করে দুধ পুলি, পাটিসাপটা সহ একাধিক নিত্যনতুন পিঠে বানিয়ে এই পিঠেপুলি উৎসব পালন করেন গ্রামীণ মানুষজন। ঢেঁকিতে চাল ভেঙে মকর পরবে পিঠে বানিয়ে থাকেন তারা। তবে যারা পড়াশোনার কারণে বাইরে হোস্টেলে থাকে সেই সমস্ত ছেলেমেয়েরা এই পিঠেপুলির আনন্দে মেতে উঠতে পারে না। তাদের জন্য বিদ্যালয়ের এই উদ্যোগ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ের দ্য ইনস্টিটিউট অফ অ্যাক্যাডেমিক এক্সিলেন্স বিদ্যালয়ে আয়োজিত হল পিঠেপুলি উৎসব। যেখানে প্রাথমিক শ্রেণী থেকে একাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীরা প্রায় পঞ্চাশেরও অধিক বিভিন্ন ধরনের পিঠে দিয়ে স্টল দিয়েছে। সামান্য টাকায় বিক্রি করছে বন্ধুদের। অন্যদের স্টল থেকে কিনে খাচ্ছে নিজেরাও। স্বাভাবিকভাবে এক অভিনব আয়োজন বিদ্যালয়ে। প্রসঙ্গত এর আগে বিদ্যালয়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এই বছর নতুন করে এই উদ্যোগ। বিদ্যালয়ের ছেলেমেয়েদের পাশাপাশি এলাকার মানুষজনও মেতে ওঠেন এই পিঠেপুলি উৎসবে।
advertisement
মূলত মকর পরবে বাড়ি যেতে না পারা ছাত্র-ছাত্রীরা যাতে মানসিকভাবে কষ্ট না পায় বা ভেঙ্গে না পড়ে তার কারণেই এই উদ্যোগ। বাবা মায়েদের সঙ্গে সহযোগিতা করে নিজেরাই তৈরি করেছে এই পিঠে। স্বাভাবিকভাবে এক অভিনব আয়োজনের সাক্ষী রইল এলাকার মানুষ থেকে ছাত্র-ছাত্রীরা। জঙ্গলমহলের পিঠের স্বাদ নিল এই জেলার পড়ুয়ারা।
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 16, 2025 3:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Medinipur News: চিকেন রোল, চিকেন চাউ অতীত! এবার জিভে জল আনবে মাংস পিঠে, কোথায় মিলবে জানেন?