Birbhum News: অভিনব আয়োজন! শীতে ১৫০ পথ কুকুরদের নিয়ে পিকনিক! আগামীতেও চলবে এই উদ্যোগ
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:SOUVIK ROY
Last Updated:
Picnic with street dogs at Birbhum: প্রায় ১৫০ টি পথ কুকুরকে নিয়ে এই আয়োজন করা হয়। আগামী দিনে আরও বড় উদ্যোগ গ্রহণ করবেন তারা।
বীরভূম : বছরের শুরুতে জাঁকিয়ে শীত পড়েছে বীরভূমে। শীতের পারদ কখনও নিম্নমুখী, কখনও ঊর্ধ্বমুখী। তবে বিগত বেশ কয়েকদিন ধরে আবহাওয়ার পারদ নেমেছে দশের নিচে। সকাল থেকে বিকেল পর্যন্ত রোদ যেন উঁকি মারতেই চাইছে না। সারাদিন রয়েছে মেঘলা আকাশ। আর এই শীতের মরশুমে মানেই পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবদের নিয়ে বনভোজন বা পিকনিক।
তবে এবার পরিবার-পরিজন অথবা আত্মীয়-স্বজনদের নিয়ে বনভোজন অথবা চড়ুইভাতির আয়োজন নয়। পথ কুকুরদের নিয়ে বনভোজনের আয়োজন করা হল বীরভূমে। বীরভূমের কিন্নাহার স্পন্দন ফাউন্ডেশন এর পক্ষ থেকে রাস্তার প্রায় দেড়’শ কুকুরদের বিভিন্ন ধরনের দুপুরের খাবার দিয়ে বনভোজনের আয়োজন করা হয়।
স্পন্দন ফাউন্ডেশন এর কর্ণধার রানা দাস জানান,”আমরা শীতের সময় সকলেই নিজের পরিবার পরিজনদের নিয়ে বনভোজন করে থাকি। তবে এই যে পথ কুকুররা রয়েছে তাদেরকে নিয়ে আমরা কখনও চিন্তা করি না। অথচ তারাই আমাদের কাছে সবচেয়ে বিশ্বস্ত হয়ে থাকে। তাই এবার তাদের নিয়ে অন্যরকম ভাবে বনভোজনের আয়োজন করেছি আমরা। এই কর্মসূচি প্রথম গ্রহণ করা হলেও প্রত্যেক মাসে অন্ততপক্ষে তিন থেকে চারবার পথ কুকুরদের নিয়ে বনভোজনের আয়োজন করা হবে।”z
advertisement
advertisement
অন্যদিকে স্পন্দন ফাউন্ডেশন এর অন্য এক সদস্য তন্ময় মুখার্জি জানান,”শুধু যে পথ কুকুরদের নিয়ে এ বনভোজনের আয়োজন করা হয়েছে সেটি নয়,যে সমস্ত কুকুর শারীরিকভাবে অসুস্থ রয়েছে যাদের শরীরে বিভিন্ন ধরনের ক্ষত রয়েছে ডাক্তারের পরামর্শে তাদের চিকিৎসাও করানো হচ্ছে।”
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 18, 2024 5:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: অভিনব আয়োজন! শীতে ১৫০ পথ কুকুরদের নিয়ে পিকনিক! আগামীতেও চলবে এই উদ্যোগ