Happy New Year 2023: শীতের রোদ পিঠে নিয়ে আনন্দ, ইংরেজি নববর্ষে ব্যাপক ভিড় বর্ধমানের পিকনিক স্পটগুলিতে

Last Updated:

বর্ধমানের অন্যান্য পিকনিক স্পট গুলি এবং জেলার কালনা কাটোয়ার ভাগীরথীর তিরে অনেকেই এদিন পিকনিকে মজেছেন।

Picnic spots having huge crowd in Bardhaman
Picnic spots having huge crowd in Bardhaman
#বর্ধমান: চড়ুইভাতির মধ্য দিয়ে ইংরেজি বছরের প্রথম দিন আনন্দে মাতলেন বর্ধমানের বাসিন্দারা। বর্ধমানের সদরঘাটে দামোদরের তীরে সকাল থেকেই ভিড় করেছেন চড়ুইভাতি করতে আসা বাসিন্দারা। বেলা যত বেড়েছে ততই ভিড় বেড়েছে এখানে। খাওয়া দাওয়া খেলাধুলা গল্পে আড্ডায় হই হুল্লোড়ে দিন কাটালেন অনেকেই। বর্ধমানের অন্যান্য পিকনিক স্পট গুলি এবং জেলার কালনা কাটোয়ার ভাগীরথীর তিরে অনেকেই এদিন পিকনিকে মজেছেন।
বাসিন্দারা বলছেন, বড়দিনের তুলনায় নতুন বছরের এই প্রথম দিনে তুলনামূলক শীত বেশি ছিল। গত দু-তিন দিন ধরেই একটু বাড়তি শীত অনুভব করা গেছে। সেই শীতকে সঙ্গী করে পিকনিকে মেতেছেন অনেকেই। জেলার বাইরে থেকেও বর্ধমানের জনপ্রিয় পিকনিক স্পট গুলিতে গাড়ি ভাড়া করে এসেছিলেন অনেকেই। বর্ষশেষকে টেক্কা দিল বর্ষবরণের ভিড়।
advertisement
advertisement
সবুজ আলু জমি। হলুদ ফুলে ভরা সরষের ক্ষেত। তার মাঝেই একদিকে চললো রান্নাবান্না, অন্যদিকে নদীর জলে পা ডুবানোর মজা নিলেন প্রকৃতি প্রেমিকরা। নাচে গানে হুল্লোড়ে উৎসবের পরিবেশ বর্ধমানের সদরঘাট, লাকুড্ডি জলকল মাঠ জুড়ে। ছোটরা মেতে উঠেছিল ব্যাডমিন্টন,ক্রিকেট খেলায়। ঘুড়িও ওড়ালেন অনেকে। সব মিলিয়ে ঘরের বাইরে সারাদিন নতুন বছরের মজা নিলেন অনেকেই।
advertisement
ব্যাপক ভিড় দেখা গেল কাঞ্চননগরের প্রান্তিকে, জলকল মাঠে। বর্ধমানের দামোদরের তীরে ইদিলপুর, গৈতানপুর চরমানা, উদয় পল্লী সংলগ্ন দামোদরের তীরের ফরেস্ট, পাল্লা রোডে দামোদরের তীরে বনভোজনের মজা উপভোগ করছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বাসিন্দারা। সব মিলিয়ে সাউন্ড বক্স বাজিয়ে নাচ, শীতের মিষ্টি রোদ পিঠে নিয়ে পছন্দের খাবারে রসনা পরিতৃপ্ত করার মধ্য দিয়ে ইংরেজি নববর্ষ পালন করছেন অনেকেই।কালনায় ভাগীরথীর তীরে এবং কাটোয়া মহাকুমার ভাগীরথী ও অজয়ের তীরে বিভিন্ন পিকনিক স্পটগুলিতেও ব্যাপক ভিড় লক্ষ করা গিয়েছে। ব্যাপক ভিড় ছিল পূর্বস্থলীর চুপিচরে। পিকনিক শান্তিপূর্ণ রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা করা হয়েছিল। বিভিন্ন পিকনিক স্পটই ছিল পুলিশের বাড়তি নজরদারি।
advertisement
Saradindu Ghosh
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Happy New Year 2023: শীতের রোদ পিঠে নিয়ে আনন্দ, ইংরেজি নববর্ষে ব্যাপক ভিড় বর্ধমানের পিকনিক স্পটগুলিতে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement