Road Accident: মুরগি নিয়ে ওড়িশায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পিক আপ ভ্যান, মৃত ১ আহত ৬
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Road Accident: ঝাড়গ্রাম থেকে প্রাথমিক চিকিৎসার পর আহত ৬ জনকে অ্যাম্বুলেন্সে করে নেহালপুর গ্রামে নিয়ে আসা হয়। তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে
উত্তর ২৪ পরগণা: পোল্ট্রি মুরগি উড়িষ্যায় নিয়ে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পিক আপ ভ্যান, মৃত ১ আহত ৬। ফের দুর্ঘটনার কবলে মুরগি ব্যবসায়ীর গাড়ি। ঝাড়গ্রামের ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত এক, আহত ৬ শ্রমিক। বসিরহাটের মাটিয়া থানার ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের নেহালপুর সরদারপাড়া থেকে সাতজনের একটি মুরগিব্যবসায়ী ও শ্রমিকের দল গতকাল সোমবার রওনা দেয়। তারা পিকআপ ভ্যানে মুরগি নিয়ে ওড়িশার উদ্দেশেরওনা হয়েছিল। কিন্তু ওড়িশায় পৌঁছানোর আগেই ঝাড়গ্রামে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে পোল্ট্রি ফার্ম কোম্পানির পিকআপ ভ্যান। আর সেই ঘটনাতেই মৃত্যু হয় বছর ৩৫ এর জব্বর মন্ডলের। দুর্ঘটনায় আহত হন আরো ৬।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৫শে ফেব্রুয়ারি এই একই পিকআপ ভ্যানে করে ওড়িশায় যাওয়ার পথে মৃত্যু হয় নেহালপুর গ্রামেরই সাতজনের। বছর ঘুরতেই সেই পিকআপ ভ্যানটিকে যেনতেন প্রকারে সারাই করে ফের ব্যবসার কাজে লাগানো হয়। গাড়ির শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সঠিক সময় ব্রেক ফেল করে যাওয়াতেই এই দুর্ঘটনা বলে মনে করছেন আহত ও মৃতের পরিবারের সদস্যরা।
advertisement
advertisement
ঝাড়গ্রাম থেকে প্রাথমিক চিকিৎসার পর আহত ৬ জনকে অ্যাম্বুলেন্সে করে নেহালপুর গ্রামে নিয়ে আসা হয়। তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিভাবে ঘটনা ঘটলো গাড়ি চালানোর ভুল? না পোল্ট্রি ফার্ম মালিক বিমল বসুর গাফিলতিতেই এই দুর্ঘটনা? তা নিয়ে তদন্ত করতে ইতিমধ্যে মাটিয়া থানার পুলিশ ঝাড়গ্রাম জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। তবে বারে বারে এভাবে পোল্ট্রি মুরগির গাড়িতে পথ দুর্ঘটনা এলাকার মানুষকে ভাবাচ্ছে।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2024 2:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: মুরগি নিয়ে ওড়িশায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পিক আপ ভ্যান, মৃত ১ আহত ৬