Road Accident: মুরগি নিয়ে ওড়িশায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পিক আপ ভ‍্যান, মৃত ১ আহত ৬

Last Updated:

Road Accident: ঝাড়গ্রাম থেকে প্রাথমিক চিকিৎসার পর আহত ৬ জনকে অ্যাম্বুলেন্সে করে নেহালপুর গ্রামে নিয়ে আসা হয়। তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে

উড়িষ্যা যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি 
উড়িষ্যা যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি 
উত্তর ২৪ পরগণা: পোল্ট্রি মুরগি উড়িষ্যায় নিয়ে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পিক আপ ভ‍্যান, মৃত ১ আহত ৬। ফের দুর্ঘটনার কবলে মুরগি ব্যবসায়ীর গাড়ি। ঝাড়গ্রামের ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত এক, আহত ৬ শ্রমিক। বসিরহাটের মাটিয়া থানার ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের নেহালপুর সরদারপাড়া থেকে সাতজনের একটি মুরগিব্যবসায়ী ও শ্রমিকের দল গতকাল সোমবার রওনা দেয়। তারা পিকআপ ভ্যানে মুরগি নিয়ে ওড়িশার উদ্দেশেরওনা হয়েছিল। কিন্তু ওড়িশায় পৌঁছানোর আগেই ঝাড়গ্রামে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে পোল্ট্রি ফার্ম কোম্পানির পিকআপ ভ্যান। আর সেই ঘটনাতেই মৃত্যু হয় বছর ৩৫ এর জব্বর মন্ডলের। দুর্ঘটনায় আহত হন আরো ৬।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৫শে ফেব্রুয়ারি এই একই পিকআপ ভ্যানে করে ওড়িশায় যাওয়ার পথে মৃত্যু হয় নেহালপুর গ্রামেরই সাতজনের। বছর ঘুরতেই সেই পিকআপ ভ্যানটিকে যেনতেন প্রকারে সারাই করে ফের ব্যবসার কাজে লাগানো হয়। গাড়ির শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সঠিক সময় ব্রেক ফেল করে যাওয়াতেই এই দুর্ঘটনা বলে মনে করছেন আহত ও মৃতের পরিবারের সদস্যরা।
advertisement
advertisement
ঝাড়গ্রাম থেকে প্রাথমিক চিকিৎসার পর আহত ৬ জনকে অ্যাম্বুলেন্সে করে নেহালপুর গ্রামে নিয়ে আসা হয়। তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিভাবে ঘটনা ঘটলো গাড়ি চালানোর ভুল? না পোল্ট্রি ফার্ম মালিক বিমল বসুর গাফিলতিতেই এই দুর্ঘটনা? তা নিয়ে তদন্ত করতে ইতিমধ্যে মাটিয়া থানার পুলিশ ঝাড়গ্রাম জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। তবে বারে বারে এভাবে পোল্ট্রি মুরগির গাড়িতে পথ দুর্ঘটনা এলাকার মানুষকে ভাবাচ্ছে।
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: মুরগি নিয়ে ওড়িশায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পিক আপ ভ‍্যান, মৃত ১ আহত ৬
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement