#নদিয়া: পুঁথিগত শিক্ষা ভার্চুয়াল পদ্ধতিতে হলেও শরীরচর্চা ও খেলাধুলা ভার্চুয়ালে কখনই সম্ভব নয়| বড় প্রভাব পড়ছে শিশুদের বিকাশে, আরও মোবাইলমুখীহযে পড়ছে অনেক শিশু, ভবিষ্যত নিয়ে চিন্তিত কোচ থেকে ক্রীড়া বিশেষজ্ঞরা ৷ করোনা আবহ ও লকডাউনের জেরে সর্বত্রই বন্ধ খেলাধুলা। বন্ধ প্রশিক্ষণ শিবির বা কেন্দ্রগুলি।
নদিয়ার কল্যাণী পৌরসভার অন্তর্গত প্রশিক্ষণ শিবিরগুলি লকডাউন এর পর থেকেই বন্ধ। দীর্ঘ দিন ধরে বন্ধ ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, সাঁতার ও ব্যায়াম প্রশিক্ষণ কেন্দ্র। কল্যাণী পৌরসভার অন্তর্গত এই প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে শতাধিক ছেলেমেয়ে প্রশিক্ষণ নেয়। নিয়মিত প্রশিক্ষণ কেন্দ্র গুলিতে প্রশিক্ষণ নিতে আসত ছেলেমেয়েরা। এখন ফাঁকা মাঠ, জল নেই সুইমিংপুলে, ব্যায়ামের যন্ত্রগুলো নিস্তব্ধতা পালন করছে। শুধুমাত্র নিয়ম করে মাঠ ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করছে নিয়োজিত কর্মীরা। বাড়িতে বসে ভার্চুয়াল পদ্ধতিতে স্কুল কলেজের পড়াশোনা হলেও, শরীরচর্চা যে ভার্চুয়াল পদ্ধতিতে হয় না তা মেনে নিচ্ছেন কোচ থেকে শুরু করে ক্রীড়া বিশেষজ্ঞরা। এমনকি এতে আরও বেশি মোবাইল মুখী হয়ে পড়েছে অনেক শিশু। কিভাবে ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে চিন্তিত অনেকেই।
রঞ্জিত সরকার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Online class