Physical Abuse: আরজি করের নির্যাতিতার বাড়ির কাছেই সারারাত যৌন নির্যাতন তরুণীকে! গণপ্রহারের পর পুলিশের জালে অভিযুক্ত বিজেপি নেতা
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Physical Abuse: আরজি কর-কাণ্ডে নির্যাতিতা তরুণীর বাড়ির কাছেই আবারও যৌন নির্যাতন তরুণীকে, অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কে?
উত্তর ২৪ পরগনা: আরজি কর-কাণ্ড নিয়ে যখন তোলপাড় গোটা রাজ্য, সেই জায়গায় দাঁড়িয়ে আবারও যৌন নির্যাতনের ভয়াবহ অভিযোগ উঠে এল। সোদপুর নাটাগড় এলাকায় নির্যাতিতার বাড়ি থেকে কিছু দূরে পানিহাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে ঘটল এক মহিলার উপর যৌন নির্যাতনের ঘটনা।
বাড়িতে আটকে রেখে রাতভর যৌন নির্যাতন করার অভিযোগে স্থানীয় এক বিজেপি নেতাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ঘোলা থানার পুলিশ। জানা যায়, এলাকায় আইনজীবী ও একই সঙ্গে স্থানীয় বিজেপির বুথ সভাপতি বলে পরিচিত স্পন্দন দাস। মা শারীরিক অসুস্থ হওয়ায় দেখভালের কথা বলে টালিগঞ্জ থেকে বছর ১৮-র এক তরুণীকে নিয়ে আসেন বাড়িতে।
আরও পড়ুন: ‘১৮ বছর কেটেছে CBI কাউকে ধরতে পারেনি’, আরজি করের বিচার চেয়ে সরব তাপসী মালিকের বাবা
অভিযোগ, পরবর্তীতে মদ্যপ অবস্থায় স্পন্দন সারারাত ধরে ওই তরুণীর উপর শারীরিক যৌন নির্যাতন চালায়। এরপরই ভোরে সুযোগ বুঝে ওই বাড়ি থেকে পালিয়ে, এলাকাবাসীদের গোটা ঘটনার কথা জানায় নির্যাতিতা তরুণী। এরপর, স্থানীয়দের তরফে অভিযুক্ত ওই বিজেপি নেতাকে ধরার চেষ্টা করা হলে, তিনি সেখান থেকে পালানোর চেষ্টা করেন। তখনই এলাকাবাসীরা তাকে ধরে গণপ্রহার দেন।
advertisement
advertisement
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় পানিহাটি-নাটাগড় এলাকায়। এরপরই খবর দেওয়া হয় পুলিশে, ঘটনাস্থলে পৌঁছে ঘোলা থানার পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। রাজ্যজুড়ে যেখানে নারীদের সুরক্ষায় লাগাতার চলছে আন্দোলন। সেই জায়গায় দাঁড়িয়ে আরজি কর-কাণ্ডে নির্যাতিতা ডাক্তারি তরুণীর বাড়ির এলাকাতেই আবারও এরকম ঘটনা ঘটায় রীতিমতো উঠছে প্রশ্ন। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 29, 2024 3:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Physical Abuse: আরজি করের নির্যাতিতার বাড়ির কাছেই সারারাত যৌন নির্যাতন তরুণীকে! গণপ্রহারের পর পুলিশের জালে অভিযুক্ত বিজেপি নেতা