Phalaharini Kali Puja 2024: মহামারীর হাত থেকে বাঁচতে শুরু হয়েছিল ফলহারিণী কালীপুজো, ৩০০ বছর ধরে আজও পুজো চলছে ...

Last Updated:

Phalaharini Kali Puja 2024: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার তিনতাউড়ি বেগুনবাড়ি কালী মন্দির। ৩০০ বছরের বেশি প্রাচীন এই কালী মন্দির। প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই মন্দিরে বার্ষিক পুজোর অনুষ্ঠানে হাজার হাজার ভক্তের সমাগম হয়। 

+
তিনতাউড়ি

তিনতাউড়ি বেগুনবাড়ি কালী মন্দির

পাঁশকুড়া: মহামারীর হাত থেকে বাঁচতে গ্রামবাসীরা এলাকায় শুরু করেছিল কালীপুজো। সেই কালীপুজো বর্তমানে তিন শতাব্দী পেরিয়েও হয়ে আসছে স্বমহিমায়। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার তিনতাউড়ি বেগুনবাড়ি কালী মন্দির। ৩০০ বছরের বেশি প্রাচীন এই কালী মন্দির। প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই মন্দিরে বার্ষিক পুজোর অনুষ্ঠান হয়। পূর্ব মেদিনীপুর জেলায় নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে বিভিন্ন দেব-দেবীর প্রাচীন মন্দির।
পূর্ব মেদিনীপুর জেলার অর্ধিষ্ঠাত্রি দেবী বর্গভীমা হলেও এই জেলার বিভিন্ন অঞ্চলে কয়েক শতাব্দী প্রাচীন কালী মন্দির লক্ষ্য করা যায়। কালের নিয়মে কিছু ভগ্ন প্রায় হলেও বেশ কিছু আবার সংস্কার করে পুজোপাঠ চলে আসছে প্রাচীন দিন থেকেই। সেরকমই একটি কালীমন্দির রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকে। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকে তিনতাউড়ি বেগুনবাড়ি কালী মন্দির। এই মন্দির প্রায় ৩০০ বছরের বেশি পুরনো। এই মন্দিরে উত্থান ইতিহাসে রয়েছে নানান অলৌকিক কাহিনি। অলৌকিক এর পাশাপাশি রয়েছে নানা লৌকিক কাহিনিও।
advertisement
advertisement
এই মন্দির প্রতিষ্ঠাতার পিছনে প্রচলিত কাহিনীটি নিয়ে পুজো কমিটির বর্তমান এক সদস্য জানান, ‘এই কালী মন্দিরের দেবী জাগ্রত। মন্দির গড়ার পিছনে অলৌকিক কাহিনি রয়েছে। তবে মন্দির গড়ে ওঠার পেছনে প্রচলিত কাহিনিটি হল। একসময় এই এলাকায় মহামারীর প্রকোপ দেখা দেয়। আর সেই প্রকোপ থেকে বাঁচতে এলাকাবাসী মা কালীর শরণাপন্ন হয়। সেই থেকে চলে আসছে পুজো। প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই পুজো শুরু হয় ২৪ দিন ধরে চলে পুজো। পুজো উপলক্ষে এলাকায় মেলা ও অনুষ্ঠানের আসর বসে।’
advertisement
প্রসঙ্গত তিনতাউড়িবেগুনবাড়ি কালী মন্দিরের পুজো ঘিরে পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি হাওড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। দূর দূরান্ত থেকে ভক্তরা এসে পুজোর দিন তাদের মানতের পুজো দেন। ভক্তদের মনে এই কালীমন্দির ঘিরে রয়েছে অগাধ বিশ্বাস। পুজোর দিন লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় মন্দির চত্বরে।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Phalaharini Kali Puja 2024: মহামারীর হাত থেকে বাঁচতে শুরু হয়েছিল ফলহারিণী কালীপুজো, ৩০০ বছর ধরে আজও পুজো চলছে ...
Next Article
advertisement
Burdwan News: টোটোয় চার তরুণী, মোটরসাইকেলে বসেই কুকীর্তি যুবকের! ভাইরাল ভিডিও দেখে বর্ধমানে তোলপাড়
টোটোয় চার তরুণী, মোটরসাইকেলে বসেই কুকীর্তি যুবকের! ভাইরাল ভিডিও দেখে বর্ধমানে তোলপাড়
  • তরুণীদের গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করল এক যুবক! আর মুহূর্তে সেই ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। অবিলম্বে ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

VIEW MORE
advertisement
advertisement