South 24 Parganas News: পথকুকুরের সঙ্গে আদরের পোষ্যটিও আক্রান্ত হতে পারে 'পার্ভো' ভাইরাসে! জানুন লক্ষণ
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
আপনার আদরের পোষ্যটিও আক্রান্ত হতে পারে 'পার্ভো' ভাইরাসে। কিভাবে বুঝবেন। বা আক্রান্ত হলে আপনি কি করবেন।
দক্ষিণ ২৪ পরগনা: আপনার আদরের পোষ্যটিও আক্রান্ত হতে পারে ‘পার্ভো’ ভাইরাসে। কীভাবে বুঝবেন। বা আক্রান্ত হলে আপনি কীকরবেন। মূলত এই ভাইরাসে আক্রান্ত হলে কুকুরের রক্ত আমাশা বা রক্তাক্ত ডায়রিয়া হয়। যার ফলে মল ত্যাগের সময় মলের সঙ্গে রক্ত পড়ে, যাকে রক্ত আমাশা বলা হয়। শরীর থেকে রক্ত বেড়িয়ে যাওয়ার কারণে এর ফলে দুর্বল হয়ে পড়ে শরীর।
পথকুকুর কেবল নয়, বাড়ির পোষা কুকুরও আক্রান্ত হতে পারে পার্ভো ভাইরাসে। সঠিকক সময়ে পোষ্যকে প্রতিষেধক না দিলেই এই রোগের আশঙ্কা থাকে। মূলত ৬ মাস বয়সের পর থেকেই পার্ভোতে সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়ে। বেশ কিছু লক্ষণও দেখা দিতে থাকে পোষ্যের শরীরে। পার্ভো ভাইরাস খুব বিপজ্জনক। পথকুকুরদের মধ্যে মহামারির মতো ছড়িয়ে পড়তে পারে।
advertisement
আরও পড়ুন: মহাকুম্ভের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে ত্রিবেণীতে মহা তৎপর পুলিশ, কুম্ভস্নানের জন্য সতর্কতা
advertisement
বাড়ির পোষা কুকুরের শরীরেও এই ভাইরাস ঢুকতে পারে। প্রায় ছ’মাস বয়স পর্যন্ত কুকুরের মধ্যেই পার্ভো-র সংক্রমণ বেশি দেখা যায়। পার্ভো দু’রকমের হয়। এর পুরো নাম ক্যানাইন পার্ভো ভাইরাস। প্রথম অবস্থায় চিকিৎসা না করালে পরে আর ওষুধে তেমন কাজ হয় না। মৃত্যুও হতে পারে। রটওয়েলার, পিটবুল, ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার, ডোবারম্যান, জার্মান শেফার্ড, স্প্যানিয়েল ককারের মতো প্রজাতির কুকুর তাড়াতাড়ি আক্রান্ত হতে পারে।
advertisement
ক্যানাইন পার্ভো ভাইরাস বা সিপিভি সংক্রমিত কুকুরের মল কিংবা বমি শুঁকে নিলে বা তার সংস্পর্শে এলে সংক্রমণ ছড়াতে পারে। আক্রান্ত কুকুরের বমি, ডায়েরিয়া, ওজন কমে যাওয়া, খিদে কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়। মলের সঙ্গে রক্ত বার হয়। প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে কুকুর। বাড়ির পোষ্যের যদি জ্বর, পেটখারাপ, বমি চলতেই থাকে, সেই সঙ্গে খিঁচুনির লক্ষণ দেখা দেয়, তা হলে দেরি না করে পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। এই সময়ে কুকুরদের হৃৎস্পন্দনের হারও বেড়ে যায়। শ্বাস নিতে সমস্যা হয়। সঠিক সময়ে চিকিৎসকের কাছে নিয়ে গেলে স্যালাইন ও অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা শুরু করলে প্রানহানীথেকে রক্ষা করা যেতে পারে।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 08, 2025 8:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: পথকুকুরের সঙ্গে আদরের পোষ্যটিও আক্রান্ত হতে পারে 'পার্ভো' ভাইরাসে! জানুন লক্ষণ