জঙ্গলের পথে রক্তের ছোপ, অজানা জন্তুর আতঙ্কে কাঁপছে মেদিনীপুর
Last Updated:
আবার অজানা জন্তুর আতঙ্ক পশ্চিম মেদিনীপুরের ধেড়ুয়া বিটের শিয়ারবনী গ্রামে।
#শিয়ারবনী: আবার অজানা জন্তুর আতঙ্ক পশ্চিম মেদিনীপুরের ধেড়ুয়া বিটের শিয়ারবনী গ্রামে। আজ সকালে গ্রামের পাশের শিয়ারবনী জঙ্গলে রক্তের দাগ দেখতে পান স্থানীয় মানুষজন। এরপরই খবর ছড়িয়ে পড়ে ৷ আতঙ্ক দেখা দেয় গ্রামবাসীদের মধ্যে। এক গ্রামবাসী দ্বিজেন মাহাত জানান, কয়েকদিন আগে শিয়ারবনী জঙ্গলে মাশরুম তুলতে গিয়ে গ্রামেরই এক যুবক বাঘ জাতীয় একটি জন্তু দেখতে পান। সেই যুবক গ্রামবাসীদের বিষয়টি জানালেও সে সময় তাঁর কথা বিশ্বাস করেননি গ্রামবাসীরা। আজ সকালে জঙ্গলে ঢোকার মুখে অনেকখানি জায়গা জুড়ে রক্তের দাগ দেখতে পান তাঁরা। খবর ছড়িয়ে পড়তে আতঙ্কের সৃষ্টি হয়েছে গ্রামবাসীদের মধ্যে। অন্য এক গ্রামবাসী হারাধন মাহাত বলেন, ‘‘আমরা ভয়ে এখন জঙ্গলে যাওয়াই বন্ধ করে দিয়েছি। তবে জন্তুটি কী সেটা এখনও বুঝে উঠতে পারছি না।’’ গ্রামবাসীরা বিষয়টি বনদপ্তরে জানালে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সেই রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে। তবে এ ব্যাপারে বনদপ্তরের আধিকারিকরা সংবাদ মাধ্যমের কাছে কিছু বলতে চাননি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 24, 2019 5:15 PM IST